বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ঋতুনাট্য বসন্ত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুনাট্য ‘বসন্ত’র শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি সুজাতা সদনে ‘সায়ন্তন শিল্পীগোষ্ঠী’ এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। নৃত্য, সঙ্গীত ও নাটক সহযোগে পরিবেশিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে রাজা রামমোহন রায়ের ‘ভয় করিলে যাঁরে’, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ‘দেহজ্ঞান দিব্যজ্ঞান’ ও দ্বিজেন্দ্রলাল রায়ের ‘তুমি বিনা কে প্রভু’ গানগুলি সমবেত কণ্ঠে পরিবেশন করেন কসবা সুরঞ্জনী ও আয়োজক সংস্থার শিল্পীরা। দ্বিতীয় পর্বে সম্মেলক কণ্ঠে ‘আমরা বাস্তু ছাড়ার দল’ গানটি গেয়ে শোনান সংস্থার সদস্যরা। তারপর কখনও একক আবার কখনও সমবেত কণ্ঠে ‘সব দিবি কে’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘সহসা ডালপালা তোর’, ইত্যাদি গান নৃত্য সহযোগে পরিবেশিত হয়। ‘ফল ফলাবার আশায়’ গানটি কৌশিক চৌধুরির সুরেলা কণ্ঠে শুনতে ভালো লাগে। কল্লোল ঘোষালের দরাজ কণ্ঠে পরিবেশিত ‘দখিন হাওয়া জাগো জাগো’ গানটি উপস্থিত সকলকে মুগ্ধ করে। দেবাশিস রায়ের পরিণত গায়কির ছাপ পাওয়া যায় ‘শুকনো পাতা কে যে’, ও ‘খেলার সাথী’ গান দু’টিতে। গার্গী দাস বক্সির গাওয়া ‘না যেও না’ গানটি পরিবেশনার গুণে সুখশ্রাব্য হয়ে ওঠে। নৃত্যে অংশগ্রহণ করেন সুদীপ্তা চৌধুরি, ঋত্বিকা সোম চৌধুরি এবং অন্যান্যরা। দেবাশিস রায় পরিচালিত এই অনুষ্ঠানে চিত্রনাট্য পাঠ করেন দীপ্রভ রায় ও সৌগত চৌধুরী। 
কলি ঘোষ

5th     April,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ