বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

রহস্যে ঘেরা মহরত

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে চলছে শ্যুটিং। প্রথমদিনই শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। অপর্ণা তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বিবাহবিচ্ছেদের প্রায় বছর তিনেক বাদে আবার নতুন কাজ শুরু করেছিল। খুন হওয়ার পর সর্বত্র অপর্ণাকে নিয়ে ফের চর্চা শুরু হয়। সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসার ঈশান এবং রজতের উপর এই খুনের তদন্ত করার ভার পড়ে। এদিকে বাংলাদেশ থেকে আসা ওই ছবির নায়ক সোহেল খান ও বাকি টিমের সদস্যদের তদন্তের স্বার্থে থেকে যেতে হয়। অন্যদিকে দুই সাংবাদিক মোহর চট্টোপাধ্যায় ও দিয়া রায় এই ঘটনার উপর একটানা খবর করতে শুরু করে। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, হিংসা, অসৎ পথে জীবনযাপনের নানা ঘটনা উঠে আসে। ঠিক এভাবেই আসন্ন ছবি ‘মহরত’-এর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক আতিউল ইসলাম। দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, ঋষিরাজ, ঋত্বিকা সেন, মীর, দেবরাজ ভট্টাচার্য, অনিন্দিতা সোম এই ছবিতে অভিনয় করেছেন। ছবির কাহিনি লিখেছেন  সন্দীপন, আতিউল ইসলাম ও অনুভব ঘোষ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ ও সন্দীপন। মুক্তি পেল এই ছবির ফার্স্ট লুক। মুর্শিদাবাদের বিভিন্ন অংশে শ্যুটিং করেছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে এই ছবি। 

17th     May,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ