বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

মহানগরী থেকে 
দূরে

সংসারের মায়াজাল কাটিয়ে ডুয়ার্সের শান্ত প্রকৃতির কোলে হারিয়ে যায় শিমুল। সঙ্গী তার মনের মানুষ প্রমিত। শহরের যন্ত্রজীবন থেকে দূরে একটুকরো শান্তির খোঁজেই শিমুলের এই যাত্রা। তবে যাবতীয় টানাপোড়েন কাটিয়ে তার স্বামী অভীক যদি কখনও মুখোমুখি হয়, সে কি ফিরে যাবে স্বামীর কাছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন পরিচালক শ্বেতা বসু ও অয়ন সেন আনছেন তাঁদের নতুন ছবি ‘মহানগরী থেকে দূরে’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘স্ত্রীর পত্র’ থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালকদ্বয়। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রাবণী ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায় ও জয় সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন লিলি চক্রবর্তী, সুমিতা চট্টোপাধ্যায়। ছবিতে অত্যন্ত ধূসর একটি চরিত্রে অভিনয় করছেন জয়। তাঁর কথায়, ‘এটি একটি পারিবারিক ছবি। একটি পরিবারের টানাপোড়েন, জীবনের ওঠা-পড়া নিয়েই গল্প এগিয়েছে। আমার চরিত্র (অভীক) খুবই স্বার্থপর। প্রেম-বন্ধুত্ব কোনও কিছুই তার জীবনে নেই।’ নতুন পরিচালকদের সঙ্গে কাজ করে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে তাঁর। ‘নতুন পরিচালক হলেও ছবি নিয়ে ওদের একটা প্যাশন রয়েছে। কাজ করে খুব ভালো লেগেছে,’ বললেন জয়। পরিচালক হিসেবে হাতেখড়ি হল শ্বেতা ও অয়নের। অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বললেন, ‘শর্টফিল্ম আর ডকুমেন্টারির হাত ধরে সিনেমার প্রতি চূড়ান্ত ভালোবাসা জন্মেছিল। অনেকটা সাহস জুগিয়ে নিয়ে পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করলাম। ছবি দেখতে গিয়ে যদি দর্শক একাত্ম হতে পারেন, সেখানেই আমাদের সার্থকতা।’ আগামী ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহানগরী থেকে দূরে’। 

28th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ