বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

ফের বড়পর্দায় 
অরণ্যের দিনরাত্রি

মানসী নাথ: সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই এল সুখবর। বড়পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’। নীললোহিতের উপন্যাস অবলম্বনে ১৯৭০ সালে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তাঁর অন্যতম সেরা ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। সেই ছবি আবার নতুন রূপে বড়পর্দায় ফিরছে পরিচালক অরুণ রায়ের হাত ধরে। তবে নতুন ছবিটি সত্যজিৎ পরিচালিত ছবির অনুকরণ নয়। বরং অরুণের দাবি ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রির পুঙ্খানুপুঙ্খ চিত্ররূপ তুলে ধরার প্রয়াস থাকবে আমার নতুন ছবিতে, যেটি সত্যজিৎ রায়ের ছবিতে ছিল না। একইসঙ্গে উপন্যাসটি আজও ভীষণ প্রাসঙ্গিক।’ সত্যজিতের ছবিটি সুনীলবাবুর উপন্যাস অবলম্বনে হলেও ছবিটিকে উপন্যাসের পূর্ণাঙ্গ চিত্ররূপ বলা চলে না। সেই জায়গা থেকেই আলাদা হতে চলেছে নতুন ছবিটি, মত পরিচালকের। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় এবং ফিরদৌসুল হাসানের সহযোগিতায় নতুন ‘অরণ্যের দিনরাত্রি’ ফ্লোরে ঢুকবে আগামী বছরের শুরুতে। পূর্ববর্তী ছবিতে যে চরিত্রগুলিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শর্মিলা ঠাকুরের মতো অভিনেতাদের দেখা গিয়েছে এবার সেই চরিত্রগুলিতে অভিনয় করছেন জিতু কমল, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, সোহিনী সরকার প্রমুখ। ছবিতে অসীমের ভূমিকায় দেখা যাবে জিতুকে। ‘অপরাজিত’র পর আরও একবার চ্যালেঞ্জিং কাজের সুযোগ পেয়ে খুশি জিতু। বললেন, ‘আমি একজন খেলোয়াড়। খেলা সবদিন সমান হয় না। ছবির ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। খেলোয়াড়ের লড়াকু মনোভাবটা আমাকে এই পেশায় সাহায্য করে। শুধু একটাই কথা- আমার চেষ্টাটা যেন সৎ হয়।’ অর্ণ ও কিঞ্জল অবশ্য এখনও জানেন না, কে কোন ভূমিকায় অভিনয় করছেন। তাঁদের দু’জনেরই দাবি, অরুণ রায়ের সঙ্গে কাজ করবেন বলেই ছবিটি তাঁরা করছেন। উল্লেখ্য, অর্ণ ও কিঞ্জল দু’জনেরই এই পরিচালকের সঙ্গে এটি তৃতীয় কাজ। অন্যদিকে, জিতুর মতো সোহিনীও অরুণবাবুর সঙ্গে প্রথমবার কাজ করছেন। সোহিনীর বক্তব্য, ‘পরিচালক যেভাবে শিখিয়ে পড়িয়ে নেবেন আমি সেইভাবেই কাজ করব।’ ছবি মুক্তি আগামী বছরের পুজোয়। 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

9th     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ