বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

যমালয়ে জীবন্ত ভানু

স্বর্ণযুগে বাংলা ছবির অন্যতম সেরা অভিনেতা তথা কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁর একার নামে কত যে ছবির শিরোনাম হয়েছে! বহু যুগ অতিক্রান্ত হলেও বাঙালি দর্শকের মনের মণিকোঠায় আজও তিনি স্বমহিমায় উজ্জ্বল। বছরখানেক আগেই তাঁর জন্মশতবর্ষ উদযাপন হয়েছে। প্রায় ৪০ বছর হতে চলল তিনি আর আমাদের মধ্যে নেই। এত বছর পরেও যে তাঁর ম্যাজিক অব্যাহত, তা প্রমাণ করলেন পরিচালক সায়ন্তন ঘোষাল। 
আবার ভানুর নামে সিনেমা তৈরি হচ্ছে। সায়ন্তনের নতুন ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রফুল্ল চক্রবর্তীর কালজয়ী ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এ ভানুর কীর্তিকলাপে মোহিত বাঙালি দর্শক। কোনও সন্দেহ নেই, সেই নামের সঙ্গে মিলিয়েই পরিচালক বাঙালি মননে সেই নস্টালজিয়াই উস্কে দিতে চেয়েছেন। ভানুর চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই অতনু বসুর পরিচালনায় ‘অচেনা উত্তম’ ছবিতে মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বতকে। ভানুর চরিত্রে রূপদানও তাঁর অভিনয় কেরিয়ারে অন্যতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে। মেক আপ শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের ছোঁয়ায় তিনি প্রায় ভানু হয়ে উঠেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন মীরাক্কেল খ্যাত ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রাজা নারায়ণ দেব। নিবেদনে বুড়িমা চিত্রম।  

26th     August,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ