বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

 বিপাকে সলমন-সোনু,
তীর্থে শিল্পা
 
​​​​​​

সমস্যায় পড়েছেন সলমন খান। বম্বে হাইকোর্ট নোটিস জারি করেছে তাঁর বিরুদ্ধে। সলমনের ‘রাধেছবিটির সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন চিত্র সমালোচক কমল আর খান। তারপরই মে মাসে কমলের বিরুদ্ধে মানহানির মামলা করেন সলমন। তখন নিম্ন আদালত কমলকে সলমন খান ও তাঁর কোম্পানি বা ছবির বিষয়ে কোনও আপত্তিজনক মন্তব্য করতে নিষেধ করে। সেই অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে কমল হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এ এস গাদকারি সলমন ও তাঁর প্রযোজনা সংস্থার কাছে উত্তর চেয়ে নোটিস জারি করেছেন। কমলের বক্তব্য হল, একজন দর্শককে কিছুতেই কোনও ছবি কিংবা তার চরিত্রের বিষয়ে মন্তব্য করতে বাধা দেওয়া যায় না। 
অন্যদিকে আর এক অভিনেতা সোনু সুদের বাড়িতে বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। লখনউয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে অভিনেতার চুক্তি খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। কিন্তু সোনুর বাড়িতে এই আয়কর হানাকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' বলছে আম আদমি পার্টি। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন সোনু। দিল্লি সরকারের একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল তাঁকে। সোনুর বাড়িতে আয়কর হানার ঘটনায় নিন্দা করেছে মহারাষ্ট্রের শাসকদল শিবসেনাও। দলের মুখপাত্র মনীষা কায়ান্ডের কথায়, ‘এটা বিজেপির তালিবানি শাসন।’ 
এদিকে স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট প্রকাশের পরেই তীর্থে বেরিয়ে পড়েছেন শিল্পা শেট্টি। বুধবার তিনি কাটরাতে পৌঁছেছেন। সেখান থেকে পুলিসি নিরাপত্তায় ঘোড়ায় চেপে বৈষ্ণোদেবীর মন্দির দর্শনের জন্য যান। অভিনেত্রীকে ‘জয় মাতা দি’ বলতেও শুনেছেন স্থানীয়রা। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এখানে এসে খুব খুশি হয়েছি। মা ডেকেছেন, তাই এসেছি।’

17th     September,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ