বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

এবার ধারাবাহিকের
হাতিয়ার সোশ্যাল মিডিয়া 

শেষ হচ্ছে স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’। এই মেগায় বাঙাল ভাষায় সংলাপ বলতে রীতিমতো অভ্যস্ত হয়ে গিয়েছিলেন পর্দার দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ওরফে হানি বাফনা। এবার তাঁকে দেখা যাবে চ্যানেলের নতুন ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’তে এক ব্যবসায়ীর চরিত্রে। ধুতি-পাঞ্জাবির বদলে হানি এবারে স্যুট পরে শতদ্রুর চরিত্রে সামনে আসছেন। এই পরিবর্তনটাকে কীভাবে দেখছেন তিনি? ‘আমি পেশাদার অভিনেতা। ভাগ্যবান বলেই হয়তো দ্বারকানাথের মতো চরিত্রে সুযোগ পেয়েছিলাম। তবে এখন আমি সমকালীন শতদ্রুর চরিত্রেই বুঁদ হয়ে রয়েছি’, বললেন অভিনেতা। চরিত্রটার মধ্যে নেগেটিভ শেডস রয়েছে। এই প্রসঙ্গে হানির যুক্তি, ‘প্রোমো দেখে এখনই বিচার করা উচিত নয়। মানুষ তো পরিস্থিতির চাপে অন্যরকম হয়ে যেতে পারে। তাই কী হবে সেটা গল্প যত এগবে ততই ধীরে ধীরে পরিষ্কার হবে।’
উত্তর ভারতে এখনও কৃষক আন্দোলন চলছে। সেই প্রেক্ষাপট যেন এই ধারাবাহিকেও জায়গা করে নিয়েছে। চিত্রনাট্যে সোশ্যাল মিডিয়াকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামবাসীদের সমস্যাকে নিজের সমস্যা বলেই মনে করে বীণাপাণি। সে একজন ইউটিউবার। গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সে সচেতনতামূলক ভিডিও তৈরি করে। গ্রামের কৃষকদের ফসলের ন্যায্য পাওনা নিয়ে সমস্যা দেখা দেয়। শতদ্রুর চাল ও ময়দার কোম্পানির বিরুদ্ধে একসময় প্রতিরোধ গড়ে তোলে সে। বীণাপাণিকে কোম্পানি চালানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দেয় শতদ্রু। ধারাবাহিকে বাণীপাণির চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ অ্যানমেরি টম। প্রসঙ্গত, অন্য একটি বিনোদন চ্যানেলে সম্প্রতি কৃষকদের সমস্যা নিয়ে শুরু হয়েছে নতুন মেগা। ফলে প্রতিযোগিতার আঁচ পাওয়া যাচ্ছে। এখন আগামী দিনে কে কাকে টক্কর দেবে সেটাই দেখার। টেন্ট প্রোডাকশন্স প্রযোজিত এই ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছে।  

26th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ