বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল
 

কিশোর গল্প সংকলন

সব সময় সত্যি কথা বলা উচিত। এমন শিক্ষাই ছোট থেকে পেয়ে এসেছি। কিন্তু বিনতা রায়চৌধুরীর ‘কিশোর গল্প সংকলন’ বইয়ের একটি গল্প ‘নোবল লাই’ পড়ে দেখলাম সব সময় সত্যি না বললেও চলে! এই গল্পে তিনি লিখেছেন, সত্যি কথা তো অবশ্যই বলা উচিত, তবে কখনও হয়তো বা সামান্য মিথ্যে বললেও তেমন দোষ হয় না! হ্যাঁ, কথাটা শুনে অবাক লাগাই স্বাভাবিক। কিন্তু কথার যুক্তিটা বুঝতে গেলে ঘটনাটা একটু বুঝিয়ে বলা দরকার। গল্পে ছোট্ট ঋতুকে তার মা শিখিয়েছেন সব সময় সত্যি কথা বলতে। তাই পার্ক-এ দু’জন অচেনা মহিলা যখন জিজ্ঞেস করল তার কানের দুল সোনার কি না, সে সত্যি কথাটা বলে দিল। আর অমনি দুল গেল চুরি হয়ে। সেদিন সে মিথ্যে বললে হয়তো দুল চুরি যেত না। এই বিপদটা অল্পের ওপর দিয়ে গেলেও, এরপর এমন ঘটনার কথা লেখক লিখেছেন, যেখানে মিথ্যে কথা বললে ঋতু হয়তো আরও বড় বিপদ থেকে বেঁচে যেত। সেই ঘটনা বরং তোমাদের পড়ার জন্য তোলা থাক। এই বইয়ের বেশিরভাগ গল্পেই বিনতা রায়চৌধুরী আমাদের অত্যন্ত চেনা শিক্ষাগুলো একটু বদলে দিয়েছেন। সবাই বলে যেকোনও কাজে একটা নিজস্বতা রাখা উচিত। এই নিজস্বতাকে লেখক ‘স্পেশাল টাচ’ বলেছেন। ‘স্পেশাল টাচ’ গল্পে পটকাই সব কাজ করে একটু অন্যরকম ভাবে। আর সেটা করার ফল যে সবসময় খারাপ হয় তা নয়, তবে সবসময় ভালোও হয় না। যেমন আঁকার প্রতিযোগিতার জন্য তার মামার আঁকা পাহাড়ি ঝর্ণার ছবিতে সে একখানা স্টিমার এঁকে দেওয়ায় এক বিরাট গণ্ডগোল হয়! বাকি সব গল্পের থেকে ‘শোনার জালে আসামী’ গল্পটা একটু আলাদা। নাম শুনে বোঝা যায় না গল্পটা কী নিয়ে লেখা। শিরোনামটা যখন এতই রহস্যজনক, তখন গল্পটাও আর বললাম না। এটুকু বলছি গল্পটা পড়লে ভালো লাগবে। ‘কিশোর গল্প সংকলন’ খুবই সুগঠিত একটি বই। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত বইটির দাম ২০০ টাকা। বইটি ছোটদের তো বটেই, একটু বড়দেরও ভালো লাগবে।
জাগরী বিশ্বাস
দশম শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল  

13th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ