বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

ঘরে বসে রোজগার তত্ত্ব সাজানোর কারবারি

শুরু হল নতুন বিভাগ, ‘ঘরে বসে রোজগার’। রইল অল্প পুঁজি নিয়ে ব্যবসার হদিশ। সহজ উপায়ে খুঁজে নিন আয়ের পথ।
 
অল্প বয়স থেকেই সৃজনশীল কাজে মন ছিল ইন্দ্রাণী মজুমদারের। পাশের বাড়ির বিয়েতে কনের কপালে চন্দন আঁকা থেকে শাড়ি দিয়ে নৌকো বানিয়ে তা সুন্দর ট্রেতে সাজিয়ে বরের বাড়ি পাঠানো— সবেতেই পটু ছিলেন তিনি। আঁকা আর হাতের কাজ দুটোই জানতেন বলেন পাড়ায় বিয়ে লাগলেই তাঁর ডাক পড়ত। অনেকক্ষেত্রে বিয়ের পিঁড়িও এঁকেছেন। কিন্তু পেশাদারি কোনও প্রশিক্ষণ ছিল না। টুকটাক তত্ত্ব সাজানোই যখন বড়সড় আকার ধারণ করল তখন ভাবলেন কাজটা শিখে নিয়ে করালে হয়তো নতুনত্ব বাড়বে। প্রশিক্ষণের সেই শুরু। ইন্দ্রাণী বললেন, ‘মেয়ে তখন কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। ওর স্কুলের পাশেই একটা বোর্ড দেখলাম, ‘কনে সাজানো আর তত্ত্ব ডেকরেশন শেখানো হয়’। খবরাখবর নিয়ে বুঝলাম, সময়সাপেক্ষ ব্যাপার। আমার হাতে সময় তেমন নেই। ছেলেমেয়ে ছোট, স্বামী বাইরে থাকেন, সংসার আমার একার হাতে। তাই অল্প সময়ই যেটুকু শিখেছিলাম তার উপরেই নিজের কল্পনার রং চড়াতে শুরু করি।’ 
তত্ত্ব সাজানোর প্রথম কাজটি করেছিলেন প্রায় বছর তিরিশ আগে। পাশের ফ্ল্যাটের বিয়েতে বেশ কিছু ট্রে সাজিয়েছিলেন নতুন ধরনের ডিজাইনে। আজও তেমনভাবেই ঘরে বসে রোজগার করছেন ইন্দ্রাণী। তাঁর সাজানোর বিভিন্ন ধরন। দামও সেই মতো আলাদা। একটু ভিন্ন ধাঁচের কাজ হলে সেই ট্রে-র দাম বেশি। তোয়ালে দিয়ে বিশাল রাধাকৃষ্ণ বানানো, মশলা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে একাধিক ডিজাইনার ট্রে তৈরি করেন, থার্মোকলের পালকি, রথ বানিয়ে তাকেই চকোলেট, কসমেটিক্সের ট্রেতে রূপান্তরিত করেন। এইসব ভিন্ন ধারার কাজই তাঁর বিশেষত্ব, জানালেন ইন্দ্রাণী। ট্রে-র দাম মোটামুটি ২০০ টাকা থেকে শুরু। বড় ডিজাইনার ট্রে হলে দাম ৩০০০ টাকা পর্যন্ত উঠতে পারে। ট্রে এবং সাজানোর জিনিস সবই তিনি দেন। তবে তাঁর হাতে প্রচুর অর্ডার থাকে। তাই বুকিং করতে হয় বিয়ের অন্তত মাস তিন-চার আগে থাকতেই। বাঁশদ্রোনীর বাসিন্দা ইন্দ্রাণী নিজের ভালোবাসার জিনিস বানিয়ে রীতিমতো রোজগেরে হয়ে উঠেছেন। আপনি এই ধরনের কাজে আগ্রহী হলে শিখে নিয়ে রোজগার শুরু করতেই পারেন। যোগাযোগ করুন ৯৮৩৬৩৫৪৭৯৫ নম্বরে।  

17th     February,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ