বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টুকরো খবর

খুচরো ব্যবসায় নতুন পোর্টাল
• অসংগঠিত ক্ষেত্রগুলি সংগঠিত আকার নেওয়ায় খুচরো ব্যবসার উন্নতি হচ্ছে বিগত কয়েক বছর ধরেই। এই নবগঠিত সংগঠিত ক্ষেত্রগুলি থেকে অনেক গ্রাহকই তাঁদের ব্র্যান্ড বেছে নিচ্ছেন। ফলে ছোট ছোট খুচরো ব্যবসায়ী খুঁজছেন এমন এক মঞ্চ, যেখানে তাঁদের পণ্যটিকে সাধারণের জন্য উপস্থাপন করা যায়। খুচরো বিপণনের এই খোলা হাওয়ায় ইতিবাচক গতি সঞ্চার করতে খুচরো বিপণন বিশেষজ্ঞ পিয়ালী রায় ওবেরয় একটি নতুন মঞ্চ তৈরিতে উদ্যোগী হয়েছেন। সম্প্রতি সেই উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। অংশ নিয়েছেন সিটি স্টাইল -আরজি’স ফ্যাশন প্রাইভেট লিমিটেডের করণ গোয়েঙ্কা, ওয়াও মোমো-র প্রতিষ্ঠাতা মুরলী কৃষ্ণন, সাউথ সিটি লিমিটেডের মনমোহন বাগরী সহ অন্যান্যরা। এই আলোচনায় খুচরো ব্যবসার নানা কৌশল, বিভিন্ন ওঠাপড়া ও তাকে সম্বল করে সফলতার শীর্ষে ওঠার অভিমুখ নির্দেশ করেন বিভিন্ন বক্তা। এই উপলক্ষে খুচরো বিপণনের তথ্য ও খবর সম্বলিত www.eastindiaretail.com নামে একটি পোর্টালও আত্মপ্রকাশ করে। পিয়ালী জানান, ‘সমসাময়িক ট্রেন্ডকে বুঝতে সাহায্য করবে এই পোর্টাল। সেই সঙ্গে বিক্রেতা ও গ্রাহকের নেটওয়ার্কিং বাড়াতেও বিশেষ ভূমিকা নেবে এটি।’

ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিট 
• দু’দিন ব্যাপী ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিট’-এর আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব 
জুরিডিকাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)। গত ২৬ এপ্রিল ছিল বিশ্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিবস। এবছর থিম ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট-এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন। সেই উপলক্ষ্যে নিজেদের ক্যাম্পাসে এই সম্মেলনের আয়োজন 
করে বিশ্ববিদ্যালয়টি। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার নানা ধরনের পণ্য যাতে তাদের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পায়, সেই দিকেই মূল নজর দেওয়া হয়। আলোচনার পাশাপাশি একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়েছিল। সেখানে নানা জেলার বিভিন্ন পণ্য যেমন, ক্ষীরপাইয়ের বাবরসা মিষ্টি, শান্তিপুরের তাঁত, বাঁকুড়ার মেচা সন্দেশ ইত্যাদির সমাহার ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ডব্লিউবিএনইউজেএস-এর ভাইস চ্যান্সেলার ডঃ এন কে চক্রবর্তী, শিল্প ও আন্তঃবাণিজ্য উন্নয়ন দফতরের আইপিআর মুখ্য ডঃ পিনাকী ঘোষ, ভারত সরকারের কপিরাইট বোর্ডের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার জগদীশ স্বরূপ, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত প্রমুখ। 

মাতৃদিবসে নেমিচাঁদ-এর উপহার
• জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী, মা। আর তাঁকে বরণ করতে উদ্যোগী হল নেমিচাঁদ বামালওয়া জুয়েলার্স। মাদার্স ডে উপলক্ষে ‘লাভ ইউ ফরএভার’ কালেকশন-এ সেজে উঠেছে এই ব্র্যান্ড। সোনা, এমির‌্যাল্ড, হীরে, রুবি ও মুক্তোর গয়নার নানা সম্ভার পাবেন এতে। নানা আকার ও নকশায় নিজস্ব কারিগর দিয়ে প্রস্তুত করা হয়েছে কানের দুল, আংটি, নেকলেস, ব্যাঙ্গেলস। প্রতিটি নকশায় ধরা হয়েছে ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে। মাতৃদিবসে মাকে সাজিয়ে তুলতে এমন গয়না হতেই পারে অন্যতম উপহার। ঠিকানা: সল্ট লেক সিটি সেন্টার, ব্লক এ, ২য় তল।

আইসিসিআরে আর্টলাইম-এর প্রদর্শনী
• সম্প্রতি চিত্রপ্রদর্শনীর আয়োজন করল আর্টলাইম ড্রয়িং ক্লাস। আইসিসিআর-এ প্রশিক্ষক সৌরভ শীলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদর্শনীটি ছিল নজরকাড়া। আর্টলাইমের জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীদের অঙ্কন নিয়েই সেজে উঠেছিল এটি। দু’দিন ব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেন তালবাদ্য 
শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, অভিনেত্রী মল্লিকা ঘোষ, গুপ্তপ্রেস পত্রিকার প্রধান অচিন্ত্য ভট্টাচার্য, আইসিসিআর-এর প্রাক্তন আঞ্চলিক নির্দেশক গৌতম দে, নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের নির্দেশক সুদীপ শ্রীমাল, কবি তন্ময় চক্রবর্তী প্রমুখ।

শীতলপাটিতে শিল্পের ছোঁয়া
• দৈনন্দিনের পরিচিত সামগ্রী মাদুর নিয়ে কিছু নতুন ভাবনা ছিল। ইন্টিরিয়র ডিজাইনার বাসবী তেওয়ারি সেই ভাবনা থেকে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। যৌথ সহযোগিতায় ছিল ‘জেড প্রিসিংক্ট’। এই সংস্থাটি বিভিন্ন ধরনের অন্দরসাজ নিয়ে কাজ করে। একটু ভিন্ন ধরনের সাজসরঞ্জাম তুলে ধরাই তাদের উদ্দেশ্য। বাসবীর মাদুরের নকশায় একটা বিদেশি ধাঁচ রয়েছে বলে জানালেন জেড প্রিসিংক্ট-এর কর্ণধার রাজেশ সেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনিং থেকে পাশ করার পর বাসবী তেওয়ারি এমন জিনিস নিয়ে কাজ করতে শুরু করেন যেগুলো আমাদের রাজ্যের বিলুপ্তপ্রায় ঐতিহ্য। তার মধ্যে মাদুর ও শীতলপাটি অন্যতম। বাসবী বললেন, ‘একটা সময় মাদুর ও শীতলপাটি ছিল বাঙালিবাড়ির সাজের অঙ্গ। ক্রমশ তাতে সিন্থেটিকের ছোঁয়া লাগল এবং আজ তা লুপ্তপ্রায়। নতুনত্বে ভরা নকশার মাধ্যমে আমি আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করছি।’ আয়তক্ষেত্র ডিজাইনের মাঝে ভিন্ন রঙের মাদুর কাঠি দিয়ে গোল নকশা বুনেছেন তিনি। মেদিনীপুরের মাদুর শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এই নতুন নকশা বোনার জন্য। একইভাবে কুচবিহারের পাটিশিল্পীদের সঙ্গে কথা বলে শীতলপাটিতে টেম্পল নকশা বুনিয়েছেন। আয়োজকদের দাবি, এমন নকশা ঘরের সৌন্দর্য বাড়াবে।

6th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ