বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

ক্রিকেট থিম নিয়ে
অভিনব ফ্যাশন শো

হেমন্তের হিমেল সন্ধ্যায় ফ্যাশন শো-এ সেজে উঠেছিল টালিগঞ্জের আরসিজিসি ক্লাব। ফ্যাশন শো অথচ তার থিম ক্রিকেট। ডিজাইনার শান্তনু-নিখিলের অনবদ্য নকশায় ধরা পড়ল স্মার্ট লুক আর ট্রেন্ডি স্টাইল। অভিনব এই শো-এর শো স্টপার ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর।  থিম যখন ক্রিকেট, তখন পোশাকের ধরন মূলত ওয়েস্টার্ন হওয়াটাই স্বাভাবিক। তবে ক্রিকেট বলেই যে স্টাইলে স্ট্রেট কাট আর ফর্মাল লুক রাখতে হবে, তার কোনও মানে নেই। স্টাইলের মধ্যে ফ্লেয়ার, অ্যাসিমেট্রিক কাট সবই ছিল। শো শুরু হয় হরমনপ্রীত কউরকে দিয়ে। সাদা আর গেরুয়ার কম্বিনেশনে সেজেছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত। তিনি বলেন, ‘ক্রিকেটের সাবেকি রং সাদা। আর গেরুয়া আমাদের জাতীয় পতাকার অন্যতম রং। তাই এই দুটোকে মিশিয়েছি পোশাকে। আর ফ্যাশন মেনটেন করার জন্য ট্রাউজারের কাটটা ফ্লেয়ারি রেখেছি।’ পত্রলেখার পরনে ছিল সাদা আর নেভি ব্লু কম্বিনেশন। নেভি ব্লু বটম অ্যাসিমেট্রিক স্কার্টের মতো ড্রেপ করা। কোমরে একটা নট এমনভাবে বাঁধা যাতে শাড়ির কুচির সঙ্গে সামঞ্জস্য থাকে। আর পোলো নেক টপের উপর দিয়ে সাদা জ্যাকেট ও সাদা ওয়েস্ট। অদ্ভুত এই কম্বিনেশনে দারুণ মানিয়েছিল তাঁকে। পত্রলেখা বললেন, ‘কোভিডকে পিছনে ফেলে আমরা যে আবার জীবনের নতুন ছন্দ খুঁজে নিতে পেরেছি এটাই বিশাল ব্যাপার।’ রাজকুমার রাও এলেন সবার শেষে। পরনে তাঁর খাকি ট্রাউজার, ম্যাচিং জ্যাকেট ও লাল সোয়েটার ওয়েস্ট। আর শার্টে নীল মাইক্রো চেকস। ব্লেন্ডার্স প্রাইড-এর এই ফ্যাশন শো-এ শান্তনু-নিখিলের তৈরি পোশাক নিয়ে রাজকুমার বললেন, ‘এর মূল কথা হল কমফর্ট। এত আরামদায়ক পোশাক অথচ কেতার অভাব নেই— এমন আমি কমই দেখেছি। আমার নিজের ওয়ার্ডরোবে এর বেশ কয়েকটা রাখব ভাবছি!’ 

26th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ