বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

ভারতের হৃদয়ে বাঁচলেন পাক তরুণী

পড়শির পাশে তো দাঁড়ায় পড়শিই। তা না হলে সে আর কীসের পড়শি? পাকিস্তানের মেয়ে আয়েশা রাশান, মাত্র ১৯ বছর বয়স। তাঁর হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ ফিরে পেলেন তিনি। সেখানে দিল্লি অধিবাসী ৬৯ বছর বয়সি এক রোগীর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। তাঁর হার্ট পেয়েই বাঁচলেন আয়েশা। করাচি থেকে উচ্ছ্বসিত গলায় তরুণী বলেন, ‘এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছি। এবার পড়াশোনা শেষ করব নিশ্চিন্তে। তারপর ফ্যাশন ডিজাইনার হব।’ ২০১৯ সালে ভারতে নিয়ে আসা হয়েছিল আয়েশাকে। তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। ক্রমশ হার্ট ফেলিওর-এর দিকেই এগিয়ে যাচ্ছিলেন সদ্য কৈশোরে পা রাখা মেয়েটি। চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকেরা জানান, হার্ট ট্রান্সপ্লান্ট না করালে সুস্থ হবেন না আয়েশা। সেখানে অন্য হার্ট পাওয়ার তালিকায় নাম ওঠে পাক তরুণীর। তখনকার মতো তাঁর হার্টে একটি সার্জিকালি ইমপ্লান্টেড মেকানিক্যাল পাম্প বসানো হয়। তা নিয়ে দেশে ফিরে যান আয়েশা। কিন্তু গত বছর তাঁর  হার্টের ডান দিকও জবাব দেয়। সঙ্গে শুরু হয় সংক্রমণ। আয়েশার মা সানোবের রাশান বলেন, ‘মেয়েকে ওই অসহ্য কষ্ট পেতে দেখতে পারছিলাম না। স্থানীয় সার্জেনের কাছে গিয়েছিলাম। তিনিও বললেন, ভারতে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য।’ বহু প্রতীক্ষার পর গত জানুয়ারি মাসে জানা যায় আয়েশা অন্য রোগীর হার্ট পেতে পারেন। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না।  সারা দেশে অর্থাৎ ভারতে ওই রোগীর হার্ট নেওয়ার মতো অন্য কোনও রোগী না থাকলে তবেই বিদেশিদের ক্ষেত্রে হার্ট ট্রান্সপ্লান্ট-এর জন্য হার্ট দেওয়ার অনুমতি মেলে। তাছাড়া ৬৯ বছরের রোগীর হার্ট কতটা উপযোগী হবে আয়েশার জন্য, সেই সংশয়ও ছিল। চিকিৎিসকরা জানান, তাঁরা আলোচনা করে দেখেছেন যে বয়স্ক হলেও ওই রোগীর হার্টের অবস্থা খুবই ভালো ছিল। তাই আয়েশার জন্য শেষ চেষ্টা করেন তাঁরা। অস্ত্রোপচার সফল হয়। কয়েক দিন পর জীবনদায়ী ব্যবস্থা থেকেও সরিয়ে নেওয়া হয় আয়েশাকে। এখন সুস্থ আছেন তিনি। গত সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

27th     April,   2024
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ