বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

আফগান মেয়েদের পাশে

আফগানিস্তানের বাসিন্দা সোলা মাহফুজের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় ২০০৭ সালে। তখন যদিও তালিবানের শাসন নয়। তাঁর এখনও মনে পড়ে, একদল লোক বাড়ির দরজায় এসে বাবাকে শাসিয়ে গিয়েছিল মেয়েকে স্কুলে পাঠালে মুখে অ্যাসিড ঢেলে দেবে নয়তো অপহরণ করবে। তাই আর স্কুল যাওয়া হয়নি সোলার। বাড়িবন্দি হয়ে ঘরের কাজ করে দিন কাটত তাঁর। এর মধ্যে যদি বা কখনও বেরতে পেরেছেন, মাথা থেকে পা হিজাবে ঢেকে। তাঁর ভাইরা কিন্তু দিব্যি স্কুলে যাচ্ছিল। বন্দি শুধু তিনি। ভাইদের রীতিমতো হিংসে করতেন সোলা। সেই মেয়ে এখন ম্যাসাচুসেটস-এর টাফটস ইউনিভার্সিটিতে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে গবেষণা করছেন। গবেষণার পাশাপাশি ২৭ বছরের এই তরুণী চান, আফগান মেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে। তাঁর কথায়, ‘আমার যখন ১৬ বছর বয়স তখনও আমি জানতাম না কীভাবে বিয়োগ করতে হয়! ক্লাস সিক্সের আগেই আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।’ কিন্তু জেদে অনড় সোলা পড়াশোনা করেছিলেন নিজের উদ্যোগে। পণ করেছিলেন, দেশের মাটি ছেড়ে যেতেই হবে। গত বছর নিজের স্মৃতিকথা ‘ডিফায়ান্ট ড্রিমস’-এ লিপিবদ্ধ করেছেন, কীভাবে নিজের দেশ ছেড়ে সীমানা পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছিলেন তিনি। তাঁর সঙ্গে বইটি যৌথভাবে লিখেছেন মালাইনা কাপুর যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মানবাধিকার নিয়ে কাজ করছেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সরে যাওয়ার পর আবার শুরু হয় দুর্দিন। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ফেরেস্তা আব্বাসি বলেন, ‘সারা বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানে মেয়েদের প্রাথমিক শিক্ষার পর আর পড়াশোনা করতে দেওয়া হয় না।’ সোলা এবং মালাইনা কাপুর মিলে আফগান মেয়েদের উন্নতির জন্য তৈরি করেছেন খান অ্যাকাডেমি। সেখানে ইন্টারনেট কানেকশন, ল্যাপটপ এবং বিনামূল্যে সবরকম অনলাইন সাহায্য দেওয়া হচ্ছে। সোলের কথায়, ‘আফগান সংস্কৃতি খুব সমৃদ্ধ, সামাজিক। তাই আমরা চাই সবাই সবার পাশে থেকে এগিয়ে যাক।’ এভাবেই আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অজস্র উদাহরণে দাঁড়ি টানতে চান ওঁরা।

30th     March,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ