বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

ঘরকন্নার টুকিটাকি

 আসবাব চকচকে রাখতে অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ দিয়ে ঘষুন। তারপর নরম কাপড় দিয়ে মুছে নিন।
 কাচের বাসন ভালো রাখতে তা ধোয়ার সময় জলে লিকুইড সোপ ও সামান্য রবিন ব্লু মিশিয়ে নিন। তাতে বাসন ধুয়ে তারপর তা পরিষ্কার গরম জলে ধুয়ে নিন।  ভালো পরিষ্কার হবে।
 বেতের আসবাব পরিষ্কার করার জন্য প্রথমে তা সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন। তারপর নুন জলের মিশ্রণ দিয়ে মুছে নিন। 
 খাটের কোণ বা অন্য যে কোনও আসবাবের ফাঁকে ধুলো জমলে তা পরিষ্কার করার জন্য ব্যবহৃত চা পাতা দিয়ে আসবাবের ধুলো জমা অংশ পরিষ্কার করে নিন। তারপর তা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। আসবাব পরিষ্কার হয়ে যাবে। 
 হাতির দাঁতের শো-পিস বা আসবাব পরিষ্কার করার জন্য অ্যালকোহলে তুলো ভিজিয়ে তাই দিয়ে মুছে নিন। দেখবেন চকচক করবে।
 পাথর বসানো গয়না পরিষ্কার করার জন্য সাবান গোলা জলে এক চিমটে অ্যামোনিয়া ফেলে সেই জলে গয়না ডুবিয়ে রেখে দিন অন্তত পনেরো মিনিট। তারপর তা ঠান্ডা জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পাথর চকচক করবে।    

29th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ