বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বাল্যবিবাহ রোধ করার প্রসঙ্গ একটি আফ্রিকান আলোচনাচক্রে  সম্প্রতি উঠে এসেছিল। তুলেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহিলা শাখার আফ্রিকান গুডউইল অ্যাম্বাসাডর জাহা ডুকুরে। তিনি তাঁর বক্তব্যে বলেন মেয়েদের ভরণপোষণের জন্য তাদের বিয়ে দিয়ে দেওয়ার যে প্রথা চলে আসছে, তার গোড়ায় রয়েছে গলদ। এতে মেয়েরা মানসিকভাবে অন্যের প্রতি নির্ভর হয়ে পড়ছে। জন্ম থেকেই তারা শিখছে অন্যের অধীনে থাকাই স্বাভাবিক। এর ফলে সমগ্র সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই পরনির্ভর মেয়েটিই যখন সন্তানের জন্ম দিচ্ছে, তখন তাকে ঠিক-বেঠিকের শিক্ষা দিতে সে অক্ষম। তাঁর মতে মেয়েদের স্বনির্ভর করার, তাদের চিন্তাভাবনার বিকাশ ঘটানোর একমাত্র উপায় নারীশিক্ষা। আর বাল্যবিবাহ এই শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা। ফলে মেয়েদের উন্নত করতে গেলে অবিলম্বে বাল্যবিবাহ বন্ধ করা উচিত। ডুকুরের অভিমতকে গুরুত্ব দিয়ে তানজানিয়ার সর্বোচ্চ আদালতে বাল্যবিবাহের বিরুদ্ধে রায় দেওয়া হয়। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তিন দেশ ২০১৬ থেকে লড়াই চালিয়ে গেলেও কোনও লাভ হচ্ছিল না। প্রতিবারই আদালতের রায় তাদের বিপক্ষে যাচ্ছিল। অবশেষে লড়াইয়ে ফল মিলেছে। নারী উন্নয়নের এই প্রথম পদক্ষেপে উল্লসিত ডুকুরে। তিনি বলেছেন, ‘চার দেওয়ালের ঘেরাটোপে মেয়েদের বন্দি রাখার দিন এবার শেষ হয়েছে। আশা করি মেয়েরা এবার নিজেরাই নিজেদের ভরসা হয়ে উঠবে।’ 

17th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ