বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

বিশ্বাস

পরমেশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করিও না। কারণ, এই অবিশ্বাস তোমাকে কোন সম্পদই দিবে না। বিশ্বাস সর্ব্বসম্পদের আকর। কে জগৎকে সৃষ্টি করিলেন, কে বিশ্বজগৎ জুড়িয়া প্রতি অন্তরে বাস করিতেছেন, তাহাকে পাইবার জন্য জীব পতির সহিত, পত্নীর সহিত, ভ্রাতার সহিত, ভগিনীর সহিত, বন্ধুর সহিত, বান্ধবীর সহিত স্নেহ-প্রেম-দয়া-মায়া-মমতার অনুশীলন করিয়া যাইতেছে, পশু-পক্ষী তাহা জানে না। জানে না বলিয়াই তাহারা মানুষের অপেক্ষা নিকৃষ্ট। নতুবা এক একটী ইন্দ্রিয়ের ক্ষমতার বিচারে মানুষ পশুপক্ষীদের অপেক্ষা শ্রেষ্ঠ নহে। এক মাইল উপর হইতে একটী পাখী ঘণ্টায় দশ মাইল বেগে চলিতেও ধান-ক্ষেতের আড়ালে অতি ক্ষুদ্র কীটটিকেও দেখিতে পায়। এমন দৃষ্টি-শক্তি মানুষের নাই। তিন মাইল দূর হইতে বংশীধ্বনি শুনিয়া মৃগ পাগল হইয়া ছুটিয়া আসে। এমন শ্রবণ-শক্তি মানুষের নাই। অন্ধকার ঘরের মধ্যে নানা রূপ জটিল পরিকল্পনার আড়া-আড়ি ভাবে বিদ্যুতের তার সাজাইয়া রাখিলে, তাহার মধ্য দিয়াও অন্ধ চামচিকা নিরাপদে ঘুরিয়া ফিরিয়া একবারও বিদ্যুৎপৃষ্ট না হইয়া গমনাগমন করিতে পারে। এমন অদ্ভুত স্পর্শ-শক্তি মানুষের নাই। মাটির উপরে পদক্ষেপের চিহ্ন মাত্র না থাকিলেও কুকুর গন্ধ শুকিয়া শুকিয়া দশ মাইল বিশ মাইল দূরবর্ত্তী চোর বা অপরাধীকে খুঁজিয়া বাহির করিতে পারে। মিশ্রির ভাণ্ডে কোথাও ক্ষুদ্র একটি ছিদ্র থাকিলে কত দূর-দুরান্তর হইতে পিপীলিকার দল পাহাড়পর্ব্বত লঙ্ঘন করিয়া ছুটিয়া আসে। এমন ঘ্রাণ-শক্তি মানুষের নাই। নিজ প্রণয়িনীর সহিত সংসর্গে মত্ত হইলে ঘোটক এবং হস্তী ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে কাটাইয়া দেয়, এমন সম্ভোগ-শক্তি মানুষের নাই। একটা গর্ত্তে বা বিবরে মুখ বন্ধ করিয়া রাখিয়া দিলে সর্প বা ভেক বৎসরাধিক কাল তাহাতে অনায়াসে বাঁচিয়া থাকে। এমন ভাবে বাঁচিয়া থাকিবার শক্তি মানুষের নাই। সকল রকমেই মানুষ অন্যান্য জীবজন্তুর অপেক্ষা এইভাবে নিকৃষ্ট বলিয়া প্রমাণিত হইতেছে। তথাপি মানুষের মত বড় কেহ নাই। কারণ, মানুষ সৃষ্টি এবং স্রষ্টা উভয়কে দেখিয়াছে, উভয়ের মধ্যে কার্য্য-কারণ-শৃঙ্খলাকে লক্ষ্য করিয়াছে, মানুষ নিজ জীবনের পরম লক্ষ্যকে বাহির করিবার পথ চিনিয়াছে। তুমি সেই মানুষ। তুমি তোমার উপরে পরমেশ্বরের অধিকারকে কৃতজ্ঞ অন্তরে স্বীকার করিও। ইহাতে তোমার জীবনের দিব্য ভাব প্রস্ফুটনের অমিত সহায়তা হইবে। এই জন্যই ভল্‌টেয়ার বলিয়াছিলেন,—“If God did not exist, it would be necessary to invent Him” অর্থাৎ “যদি ঈশ্বর না থাকিতেন, তবে তাঁহাকে সৃষ্টি করিয়া লইবার প্রয়োজন আমাদের হইত।” ভগবানের নামে নিজেকে মজাও। ভগবানের প্রেমে জীবনকে ভরপূর কর। 
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ‘প্রবুদ্ধ যৌবন’ থেকে
 

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ