বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

সাধন

হে হরে! হে মুকুন্দ মুরারে! বল আর কত কাল এমনি করে তোমার আশা পথ চেয়ে থাকবো? তোমার চরণমন্দাকিনী ধারায়, আমায় অভিষিক্ত কর। তোমার পদ-কমল হতে শুদ্ধ-সত্ত্ব-রূপা সুরধুনী—আমার শিরে পতিত হয়ে আমাকে পবিত্র করুক। সুষুম্না পথে, আমার অন্তরের অন্তঃস্থলে, সেই পুণ্যধারা প্রবাহিত হয়ে, আমার কোটিজন্মের সঞ্চিত সকল কালিমা ধৌত করত আমায় নির্ম্মল করে দিক্‌। আমার শরীর বাক্‌-মন সব আপ্যায়িত হৌক্‌। মা! হরি-পাদপদ্ম-বিহারিণী সুরধুনী! অধমতারিণী পতিত-পাবনি! মাগো? আমার রাম আমায় বিমুখ, তুই দয়া কর্‌ মা; তুই আমায় রাম-চরণে দৃঢ় ভক্তি দে মা।—মাগো, শুনেছি তোর দর্শনে, স্পর্শনে, নাম কীর্ত্তনে, অতি বড় পাতকী যে সেও নিষ্কলুষ হয়—তোর অঙ্গ স্পর্শিত বায়ুস্পর্শে পাপেরলেশ মাত্র থাকে না। মাগো! ভজন-সাধন-ভক্তিহীন অতি পাতকী আমি; তোর তীরে বাস করি; তোর নীরে স্নান করি; তোকে দর্শন করি, সর্ব্বদাই তোর জল-কণা-পূত পবনে স্নাত হই। মাগো, আমার পাপ ক্ষয় করে দে মা। আমায় ঐকান্তিকী ভক্তি দে মা।
সদানন্দময়ি মা! একবার আমার দিকে ফিরে চা মা। আমি যে তোর সন্তান। আমাকে তুই যদি ভুলে থাকিস্‌, আমি কার কাছে যাব, কার আশ্রয় নেব? সত্যই শত শত অপরাধ আমার আছে, কিন্তু তুই যে মা; তুই যদি অপরাধ ধরিস্‌ আমার তো আর কোন উপায় হবে না মা! মা সদানন্দময়ি মা! তুই প্রসন্না হ। তুই একবার আমায় স্পর্শ কর্‌। তোর সকল পাপনাশক কর-কমল দিয়ে একবার আমার অঙ্গের ধূলি ঝেড়ে দে মা! মা—মাগো! আমার যে আর অন্য কোন উপায় নেই মা! আমি যে মনকে স্থির করে রামকে ডাক্‌তে পারি না মা! সুখে-দুঃখে অস্থির হই। একটু প্রশংসা শুনলে, আনন্দে উৎফুল্ল হয়ে যাই। বিন্দুমাত্র নিন্দা শ্রবণে খড়্গহস্ত হই। নিন্দা-সুখ্যাতি, মান-অপমান মানুষ করে না; তুইই নিন্দা সুখ্যাতি করে, আমার পাপ-পুণ্যে ক্ষয় করে দিস্‌—এ কথা কার্য্যকালে, সব সময়ে, মনে রাখতে পারি না। মানুষের উপর দোষারোপ করি। মা! আমার ক্ষমা কর মা! আমায় রাম-ভক্তি দে মা! শোন্‌ মা, এক মজার কথা, লোকে যখন আমাকে ধার্ম্মিক মহাপুরুষ ইত্যাদি বলে, অবাধে সে কথাগুলি শ্রবণ করে মনে মনে আনন্দিত হই। অতি তুচ্ছ কীটানুকীট আমি। এই সব স্তুতি-কথা, আমার পক্ষে অতি অশোভন হলেও কোনদিন তার প্রতিবাদ করি না, বরং আমি মহাপুরুষ, ধার্ম্মিক, ইহা আকার-ইঙ্গিতে প্রকাশ করতেই চাই। আর যদি কেহ, নিন্দা দূরের কথা—আমার সত্য দোষ যা উল্লেখ করেন তা হলে আমার সে দোষ দোষ নয়, মহাগুণ—ইহা বলবার জন্য বাক্‌চাতুর্য্যে তা প্রতিপন্ন কর্‌তে কত চেষ্টা করি। বল্‌ দেখি মা! আমার মত আর অধম কেউ আছে কি? মা, অধম সন্তান তোর বড় কৃপা-পাত্র। আমি অতি অধম, আমার কৃপা কর মা! আমার তোর চরণে ভক্তি দে মা!
‘শ্রীওঙ্কারনাথ-রচনাবলী’(১৪ খণ্ড) থেকে

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ