বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

সোনার গয়নার বাজার অক্ষয় তৃতীয়ায় চাঙ্গা থাকারই আশা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়লা বৈশাখের মতোই আসন্ন অক্ষয় তৃতীয়াতেও গয়নার বাজার ভালো যাবে বলে আশা করছে স্বর্ণশিল্প মহল। ব্যবসায়ীদের বক্তব্য, সোনার দাম উপরের দিকে থাকলেও, এইসময় হরেক অফার মেলে। ফলে ক্রেতারাও সেই সুযোগকে কাজে লাগাতে ছাড়েন না। চড়া দাম অনেকটাই ঢাকা পড়ে যায় আর্থিক ছাড়গুলিতে। ইতিমধ্যেই বাজার চাঙ্গা হতে শুরু করেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।  
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে’র কথায়, কয়েক মাস ধরেই বাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করছি আমরা। দাম হঠাৎ বাড়লে কিছুটা থমকে যাচ্ছে বাজার। কিন্তু সেই দাম একটু থিতু হতেই, ফের ক্রেতারা দোকানমুখী হচ্ছেন। আসলে তাঁরা বুঝে গিয়েছেন, এখন যেটুকু কম দাম আছে, তা সাময়িক। সোনার দাম আগামী দিনে উপরের দিকেই থাকবে। তাই এখন সোনা কিনলে লাভবানই হবেন তাঁরা। 
সমরবাবুর দাবি, পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিয়ের গয়নার যে বরাত পাওয়া যায়, অক্ষয় তৃতীয়াতেও সেই ঐতিহ্য বজায় থাকে। এবারও যে তার অন্যথা হবে না, তা জানিয়েছেন তিনি। সমরবাবু বলেন, ইতিমধ্যেই অক্ষয় তৃতীয়ার জন্য বরাত আসতে শুরু করেছে। অনেকেই আগে গয়নার অর্ডার দিয়ে, অক্ষয় তৃতীয়ায় শুভদিন হিসেবে ডেলিভারি নেন। যাঁরা বেশি ওজনের বিয়ের গয়নার অর্ডার দিচ্ছেন, তাঁরা অনেকেই পুরনো সোনা ভাঙাচ্ছেন, জানিয়েছেন তিনি। 
গয়নার অগ্রিম অর্ডার যে সর্বত্রই বিক্রিবাটায় আশা জোগাচ্ছে, তা জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। কাউন্সিলের রিজিওনাল সিইও শচীন জৈন বলেন, গোটা দেশের বিভিন্ন সংস্থা থেকে আমরা যেটুকু প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে অক্ষয় তৃতীয়ার বাজার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ, অগ্রিম বুকিংয়ের হার ভালো। যেহেতু কোনও আনন্দময় উৎসবে সোনা কেনা ভারতীয়দের পরম্পরা, তাই এবারও তাতে কোনও ছেদ পড়বে না। সোনার কয়েন, বিস্কুটের বিক্রিও অক্ষয় তৃতীয়ায় এবার ভালো হবে বলে আশাবাদী ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সোনার দাম উপরের দিকে থাকায়, তা যে ক্রেতাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, তা স্বীকার করে নিয়েছে তারাও।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ