বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা, উপকৃত স্বনির্ভর গোষ্ঠীর ৯৩ লক্ষ মহিলা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেকর্ড গড়লেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ২০২৩-’২৪ আর্থিক বছরে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা করে উপকৃত ৯৩ লক্ষেরও বেশি মহিলা। গোটা রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর ইতিহাসে এই সংখ্যা আগে কোনওদিন হয়নি। এ সময়কালে ঋণ প্রদানের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ২৫ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রাও এর আগে কখনও পূরণ হয়নি। এই বিভাগে দেশের মধ্যেও অনেক উপরের দিকে রয়েছে বাংলা। বিষয়টিকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন পঞ্চায়েত দপ্তরের আনন্দধারা বিভাগের আধিকারিকরা। গত আর্থিক বছরের এমন নজিরবিহীন ফলাফলের পর এ বছর ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা স্থির হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিবছর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করতে সরকারি উদ্যোগে ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হয়। সেই টাকা দিয়ে অনেকে নতুন ব্যবসা শুরু করেন। আবার বহু মহিলা ও গোষ্ঠী পুরনো ব্যবসাকে বিস্তৃত করে। গত কয়েক বছর ধরেই ঋণ প্রদানের বিষয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে পঞ্চায়েত দপ্তর। ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে ঋণ প্রদানের লক্ষমাত্রা ঠিক করা হয়। এক বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিতে কতটা আগ্রহ দেখাচ্ছে তার উপর নির্ভর করে পরের বছরের টাকার লক্ষ্যমাত্রা ঠিক হয়। যেমন ২০২৩-২৪ সালে ২৫ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ব্যাঙ্কগুলিকে। তারপর দেখা গিয়েছে বছর শেষে টার্গেট ছাপিয়ে গিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত আর্থিক বছরে ন’লক্ষ ৩৭ হাজার ৩২টি গোষ্ঠী বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে লাভবান হয়েছে। গড় হিসেব করলে দেখা যাচ্ছে, এক-একটি স্বনির্ভর গোষ্ঠী দু’লক্ষ ৭৭ হাজার টাকা করে পেয়েছে। ২০২১-’২২ সালে ঋণ প্রদানের পরিমাণ ছিল ২০ হাজার কোটি টাকা। সে সংখ্যা অনেকটাই বেড়েছে গত অর্থবছরে। প্রতিবছর উপকৃত গোষ্ঠীর সংখ্যা বাড়ছে। ফলে আধিকারিকরা মনে করছেন, আগামিদিনে আরও অনেক মহিলা যাঁরা এখনও কোনও গোষ্ঠীর সঙ্গে যুক্ত হননি তাঁরা নতুন দলের সঙ্গে যুক্ত হতে এগিয়ে আসবেন।

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ