বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

পর্যটন শিল্পে জোয়ার আনতে
‘ফেইথের’ সঙ্গে মউ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দিল রাজ্য। বৃহস্পতিবার বাংলা মউ স্বাক্ষর করল সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির (ফেইথ) সঙ্গে। দেশের হাতে গোনা রাজ্যের সঙ্গেই মউ আছে ফেইথের। 
ফেইথ হল দেশের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ১০টি বড় সংগঠনের মূল মঞ্চ। এই মউয়ের পরে, ফেইথের সদস্য ও রাজ্যের আধিকারিকদের নিয়ে তৈরি হবে একটি হবে একটি টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স প্রতিটি জেলা ধরে ধরে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পেশাদারি মানসিকতার সঙ্গে চিহ্নিত করবে পর্যটন সার্কিট। 
বাণিজ্য সম্মেলনে পর্যটন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ফেইথের সভাপতি নকুল আনন্দ। এই সভাতেই ফেইথের সঙ্গে মউ স্বাক্ষর হয় রাজ্যের। সভায় পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীও ছিলেন। এই মউয়ের সৌজন্যে পর্যটন ক্ষেত্রের জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানও বাংলায় হওয়ার সম্ভবনা তৈরি হল। রাজ্যের হিসেবে, আগামী কয়েক বছরে বাংলার পর্যটন শিল্পে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে।  

22nd     April,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ