বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোহিতের মন্তব্য ঘিরে আলোড়ন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিস্ফোরক রোহিত শর্মা! কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর একান্ত কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় ক্রিকেট মহলে। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলা প্রসঙ্গে নায়ারের কাছে অভিমানের কথা ব্যক্ত করেছেন হিটম্যান। তা নিয়ে আলোচনা এমন মাত্রায় পৌঁছয় যে, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও’টি মুছে ফেলতে হয় কেকেআরকে। তবে তার আগেই ভাইরাল হয়ে গিয়েছিল রোহিতের বক্তব্য।
শুক্রবার সন্ধ্যায় ইডেনে অনুশীলনের ফাঁকে অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। দু’জনেই মুম্বইকর। একসঙ্গে খেলেওছেন। তাই তাঁর কাছে মনের কথা খুলে বলেন হিটম্যান। তাঁকে বলতে শোনা যায়, ‘প্রতিটি জিনিস বদলানো হচ্ছে। অবশ্য এটা পুরোটাই ওদের ব্যাপার। আমি ওসবে পাত্তা দিই না। আর যাই হোক না কেন, ওটা আমার ঘর। ওই মন্দিরটা (মুম্বই ইন্ডিয়ান্স) আমার হাতেই গড়া।’ রোহিতের এই মন্তব্যেই পরিষ্কার যে, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় তিনি কতটা ব্যথিত হয়েছেন। মুম্বই তাঁর অধীনেই পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দলের সবকিছুতেই এখন পরিবর্তনের ছোঁয়া। সেটাই মানতে কষ্ট হচ্ছে রোহিতের। এই কথাবার্তার পুরোটাই ভিডিও করা হয় নাইটদের পক্ষে। চারপাশের চিৎকারে অডিও কখনও কখনও অস্পষ্ট হলেও মোদ্দা কথা বুঝতে অসুবিধা হয়নি রোহিত অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন যে, তাঁরা রোহিতকে বলতে শুনেছেন, ‘ভাই, আমার আর কী, এটা তো আমার শেষ মরশুম।’ তবে কি এটাই আইপিএলে রোহিতের শেষ মরশুম? নাকি, মুম্বইয়ের জার্সি গায়ে পরের মরশুমে দেখা যাবে না তাঁকে? 
কেউ কেউ আবার আগামী মরশুমে রোহিতকে কলকাতা নাইট রাইডার্সে দেখার ব্যাপারেও আশাবাদী। অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের সুসম্পর্ক সেই ইঙ্গিতই দিচ্ছে বলে ধারণা তাঁদের। তবে এটা নিয়ে কোনও সংশয় নেই যে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে একেবারেই ভালো লাগছে না রোহিতের। তাই ফ্র্যাঞ্চাইজি বদলের কথা তিনি ভাবতেই পারেন।

12th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ