বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গিল-সুদর্শনের সেঞ্চুরি, চেন্নাইকে হারাল গুজরাত

আমেদাবাদ: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য জেতা জরুরি ছিল মহেন্দ্র সিং ধোনির দলের। কিন্তু গিল-সুদর্শনের দাপটে ৩৫ রানে হারল চেন্নই সুপার কিংস। প্রথমে ব্যাট তিন উইকেট খুইয়ে গুজরাত টাইটন্স তোলে ২৩১ রান। জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। মোতেরায় এদিন রেকর্ডের ফুলঝুরি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন হাঁকালেন সেঞ্চুরি। ওপেনিং জুটিতেই উঠল ২১০ রান, যা যুগ্মভাবে রেকর্ড। এর আগে লখনউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল ও কুইন্টন ডি’ককের ওপেনিং পার্টনারশিপে উঠেছিল ২১০। আইপিএলের ইতিহাসে জুটিতে সর্বাধিক রানের তালিকায় গিল-সুদর্শন জায়গা করে নিলেন চতুর্থ স্থানে। গিলের শতরান আবার আইপিএলের শততম সেঞ্চুরি। সুদর্শনেরটা হল ১০১তম সেঞ্চুরি। সার্বিকভাবে কুড়ি ওভারের ঘরানায় এটা গিলের ষষ্ঠ শতরান। তার মধ্যে মোতেরাতেই এল চারটি। এই ভেন্যুতে টি-২০ ক্রিকেটে এক হাজার রানও পূর্ণ হল গুজরাত অধিনায়কের।
গিল-সুদর্শনের দাপটে টস হেরে ব্যাট করতে নেমে টাইটান্সরা তিন উইকেটে তোলে ২৩১।  উভয়েই শতরান পূর্ণ করতে নেন ৫০ বল। ৫৫ বলে গিলের ১০৪ রানে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। সুদর্শনের ১০৩ আসে ৫১ বলে। কিন্তু শেষ পাঁচ ওভারে যোগ হয় ৪১, পড়ে তিন উইকেট। ফলে আড়াইশোর গণ্ডিও টপকানো গেল না। সুদর্শন ও গিলকে একই ওভারে ফিরিয়ে তুষার দেশপাণ্ডে। শেষ দু’ওভারে ডেভিড মিলার (অপরাজিত ১৬) ও শাহরুখ খান (২) যোগ করেন ১৮ রান। 
২৩২ রানের লক্ষ্য তাড়া করে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম ওভারের শেষ বলে রান আউট হন রাচীন রবীন্দ্র (১)। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্যাচ তোলেন ইমপ্যাক্ট প্লেয়ার অজিঙ্কা রাহানে (১)। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (০) দুরন্ত ক্যাচে ফেরান রশিদ খান। লড়াই করলেন ড্যারিল মিচেল (৬৩) ও মঈন আলি (৫৬)। তবে এই দুই ব্যাটার আউট হতেই চেন্নাইয়ের হার কার্যত নিশ্চিত হয়ে যায়। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা ফেরেন যাথাক্রমে ২১ ও ১৮ রানে। আট নম্বরে নেমে ধোনি দলকে জেতাতে ব্যর্থ (অপরাজিত ২৬ রান)।  শেষে আট উইকেট হারিয়ে চেন্নাই থামল ১৯৬ রানে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল তারা। 

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ