বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভুবনেশ্বরে পৌঁছলেন স্টিমাচ

ভুবনেশ্বর: বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের পরের প্রতিপক্ষ কাতার। ৬ জুন সুনীলদের অগ্নিপরীক্ষা। মেগা ম্যাচের আগে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শিবির চেয়েছিলেন ইগর স্টিমাচ। জাতীয় কোচের অনুরোধে সাড়া দিয়েছে ফেডারেশন। শনিবার ভুবনেশ্বরে শুরু হচ্ছে জাতীয় শিবির। শুক্রবার সন্ধ্যায় মহানদীর পাড়ে পৌঁছে গিয়েছেন ক্রোট কোচ। আইএসএলের পর ছুটি কাটিয়ে ফুটবলাররাও তরতাজা। তবে একঝাঁক ফুটবলারের চোট চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। আকাশ মিশ্র, রাহুল কেপি, দীপক টাংরি, রোশন সিং,মহম্মদইয়াসির, ভিবিন মোহনান, ইসাক ভানলালরুরাতফেলা  লালরিনজুয়ালাকে আপাতত পাওয়া যাবে না । ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন আপুইয়া।  প্রস্তুতি শুরু হলে তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্রোট কোচ। দ্বিতীয় দলের ফুটবলাররা অনুশীলনে যোগ দেবেন বুধবার। তার পরেই শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের চূড়ান্ত মহড়া। জাতীয় শিবির শেষে কলকাতায় আসবেন সুনীল ছেত্রীরা। সেখানেই চূড়ান্ত প্রস্তুতি।  ১১ জুন দোহায় দ্বিতীয় ম্যাচে মনবীরদের প্রতিপক্ষ কাতার। 
অন্যদিকে জাতীয় সিনিয়র মহিলা লিগে সেমি-ফাইনালের ছড়াপত্র আদায় করল বাংলা দল। এদিন চন্ডীগড়ের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করে মহিলা দল। ফলে রেলওয়েজ ও বাংলার পয়েন্ট দাঁড়ায় ১০। কিন্তু হেড টু হেডে রেলের দলের বিরুদ্ধে ৩-১ গোলে জেতার কারণে শেষ চারে পৌঁছে গেলেন মৌসুমী মুর্মু, সুলঞ্জনা রাউলরা। শেষ চারে দীপঙ্কর বিশ্বাসের দলের প্রতিপক্ষ মনিপুর। 

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ