বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নক-আউটে আরও ভয়ঙ্কর হতে পারে হায়দরাবাদ: লারা

নয়াদিল্লি: সানরাইজার্স ‘বুমবুম’ হায়দরাবাদ। চলতি আইপিএলে ঝড় তুলেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। বুধবার লখনউ সুপার জায়ান্টসকে ১০ উইকেটে হারায় তারা। শুধু তাই নয়, মাত্র ৯.৪ ওভারে ১৬৭ রান তোলেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। ধারাবাহিক ব্যাটিং বিস্ফোরণের সুবাদে চর্চার কেন্দ্রে অরেঞ্জ ব্রিগেড। কেউ কেউ এখন থেকেই আইপিএল ট্রফি দেখছেন প্যাট কামিন্সের হাতে। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার গলাতেও মুগ্ধতা। সম্ভাব্য চ্যম্পিয়ন কে? হায়দরাবাদ ছাড়াও লারার তালিকায় রয়েছে কেকেআর এবং রাজস্থান রয়্যালসের নাম। তাঁর কথায়, ‘হায়দরাবাদ ভালো ফল করলে খুশি হব। ওরা যথার্থই চ্যাম্পিয়নের মতো খেলছে।’ উল্লেখ্য, দু’বছর আগে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দলের ব্যাটিং প্রশিক্ষক ছিলেন লারা। 
চলতি আইপিএল শুরুর আগে সেভাবে কল্কে পায়নি হায়দরাবাদ। তবে টুর্নামেন্ট চালু হতেই রুদ্রমূর্তি ধরেন হেনরিখ ক্লাসেনরা। ওপেনিংয়ে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা বিপক্ষ বোলিংকে তুলোধোনা করছেন। ১১ ম্যাচে ৫৩৩ রান করেছেন হেড। অভিষেকের নামের পাশে ৪০১ রান। ক্লাসেন, নীতীশ রেড্ডিও রয়েছেন দুরন্ত ফর্মে। সবমিলিয়ে ব্যাটিং গভীরতা এতটাই যে, এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে দুশোর বেশি রান করেছে হায়দরাবাদ।

10th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ