বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ শুরু ডায়মন্ড লিগ, দোহায় অগ্নিপরীক্ষা নীরজের

দোহা: জুলাইয়ে শুরু প্যারিস ওলিম্পিকস। নীরজ চোপড়া কী সোনা জিততে পারবেন? আশায় বুক বাঁধছেন দেশবাসী। চার বছর আগে টোকিওতে দেশকে সোনা উপহার দিয়েছিলেন তিনি। জ্যাভেলিন থ্রোয়ে এবারও নীরজকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। শুক্রবার দোহায় শুরু হচ্ছে ডায়মন্ড লিগ। অনেকেই এই টুর্নামেন্টকে ওলিম্পিকসের ড্রেস রিহার্সাল মনে করছেন। প্রতিদ্বন্দ্বিতার নিরিখে এটি অন্যতম কঠিন টুর্নামেন্ট। ফলে নীরজের অগ্নিপরীক্ষা। দোহায় তাঁকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ওলিম্পিক গেমসে পদকজয়ী চেক প্রজাতন্ত্রের জেকুব ভালেচ। রয়েছেন, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। ওলিম্পিকসে চতুর্থ স্থানাধিকারী জার্মানির জুলিয়ান ওয়েবারও ছাড়ার পাত্র নন। এছাড়া স্বদেশি কিশোর জেনার অভিষেক হচ্ছে ডায়মন্ড লিগে। এশিয়ান গেমসে একটা সময় নীরজকেও চিন্তায় ফেলে দিয়েছিলেন তাঁর সতীর্থ। শেষ পর্যন্ত ৮৮.৮৮ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জেতেন নীরজ। অন্যদিকে, রুপোজয়ী জেনা ছোড়েন ৮৭.৫৪ মিটার। ডায়মন্ড লিগের দ্বিতীয় পর্বের ভেনু মরক্কো। আগামী ১৯ মে শুরু হবে পরের লেগ।
আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি এবার জাতীয় অ্যাথলেটিকসেও অংশ নেবেন নীরজ। আগামী ১২-১৫ মে ভুবনেশ্বরে ফেডারেশন কাপের আসর বসবে। সেক্ষেত্রে তিন বছর পর ফের কোনও ঘরোয়া মিটে নামবেন নীরজ। এরপর জুন মাসে ফিনল্যান্ডে ঐতিহ্যবাহী পাভো নুরমি গেমসের দিকে তাঁর ফোকাস রয়েছে। সেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা জার্মানির ম্যাক্স ডেনিং। সবমিলিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ নীরজ। প্যারিসে ৯০ মিটার জ্যাভেলিন  ছুড়ে বহুদিনের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর ভারতের সোনার ছেলে। কোচের তত্ত্বাবধানে বছরের বেশিরভাগ সময় বিদেশেই অনুশীলন করেন তিনি। ফিনল্যান্ড ছাড়াও তুরস্ক, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় নিরবিচ্ছিন্ন ট্রেনিং সেরেছেন তিনি। নীরজের মন্তব্য, ‘চোখ খুলে দিয়েছে টোকিও গেমস। আন্তর্জিাতিক সার্কিটে প্রস্তুতির জন্য সেরা ভেনু বেছে নেওয়া দরকার। একই সঙ্গে খাদ্যাভ্যাসও বদলাতে হয়েছে। কোচ ও সাপোর্ট টিমের সঙ্গে কথা বলেই সাজানো হয়েছে যাবতীয় পরিকল্পনা।’ জানা গিয়েছে, মশলাদার খাবার থেকে শতহাত দূরে থাকেন নীরজ। মূলত সেদ্ধ সবজি, তাজা ফল, প্রচুর পরিমান জল তাঁর এনার্জির উৎস। কঠোর পরিশ্রম আর নিবিড় অনুশীলনে ডুবিয়ে রেখেছেন নিজেকে। সোনার পদক গলায় ঝুলিয়ে আরও একবার ওলিম্পিকসের ভিকট্রি স্ট্যান্ডে দাঁড়াতে উন্মুখ নীরজ চোপড়া।

10th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ