বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রাহুলকে নিয়ে লখনউ শিবিরে অসন্তোষ

হায়দরাবাদ: সানরাইজার্সের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার। নেট রান রেটও এক ধাক্কায় অনেকটাই কমেছে। ফলে ঘোর অনিশ্চিত হয়ে পড়েছে প্লে-অফের সম্ভাবনা। স্বাভাবিকভাবেই প্রবল চাপে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর ব্যাটিংও মন ভরাতে পারেনি। ৩৩ বল খেলে করেছিলেন মাত্র ২৯ রান। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপ্টেনের এভাবে গুটিয়ে থাকা সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছেন না। তার উপর ভুলে ভরা অধিনায়কত্ব। দলের ব্যর্থতার জন্য কাঠগড়ায় লোকেশ। অসন্তোষ চাপা থাকেনি ফ্র্যাঞ্চাইজি মালিকেরও। ম্যাচ শেষে মাঠে নেমে আসেন তিনি। চড়া মেজাজে হাত নেড়ে অধিনায়ককে কিছু বোঝানোর চেষ্টা করেন। তাঁর সামনে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাহুলকে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এখনও দু’টি ম্যাচ বাকি লখনউয়ের। সেগুলি জিতলে ১৬ পয়েন্ট হবে। নেট রান রেট ভালো থাকলে মিলতেও পারে প্লে-অফের টিকিট। সেই কারণে লোকেশের উপর থেকে চাপ কমানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বাকি দু’টি ম্যাচে তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জল্পনাও তুঙ্গে। শুধু তাই নয়, প্লে-অফে কোয়ালিফাই না করতে পারলে রাহুলকে ছেড়েও দিতে পারে লখনউ। উল্লেখ্য, ২০২২ সালে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ১৭ কোটির বিনিময়ে দলে নিয়েছিল তারা। কিন্তু প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ। তাই বাকি দুই ম্যাচে তাঁর বোঝা কমিয়ে স্রেফ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন নিকোলাস পুরান।

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ