বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

১৯৮৬ বিশ্বকাপ নিলামে উঠছে মারাদোনার সোনার বল

প্যারিস: দু’বছর আগেই নিলামে উঠেছিল ডিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি। ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফুটবল রাজপুত্রের সেই বিতর্কিত গোল আজও চর্চার বিষয়। সেবার গোটা টুর্নামেন্টে দুরন্ত ফুটবল খেলার সুবাদে জিতেছিলেন সোনার বল। এবার তা নিলামে উঠছে। আগামী ৬ জুন প্যারিসের আগুতস হাউসে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য, দীর্ঘ সময়ের জন্য এই সোনার বলের কোনও খোঁজ পাওয়া যায়নি। অনেকেই দাবি করেছিলেন, ১৯৮৯ সালে নাপোলির লকার রুম থেকে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আর্জেন্তাইন মহাতারকা ইতালির মাফিয়াদের কাছে তা খুঁজে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু কোনও লাভ হয়নি। জবাবে বলা হয়েছিল, সেটি বিক্রির জন্য গলিয়ে ফেলা হয়েছে। তবে মারাদোনার মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর সেই সোনার বলের সন্ধান পাওয়া গিয়েছে।
এই প্রসঙ্গে নিলামকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘একাধিক পরীক্ষা- নিরীক্ষার পরই প্রমাণ হয়েছে, এটাই হারিয়ে যাওয়া বিশ্বকাপে জেতা মারাদোনার সোনার বল। সোনা ও তামার খাদ সংমিশ্রণে এই বল তৈরি করা হয়েছে। মারাদোনাকে শ্রদ্ধা জানাতেই এই বল নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, নিলামে অংশগ্রহণকারীদের শুরুতে দেড় লক্ষ ইউরো জমা রাখতে হবে। অর্থাৎ, বিশ্বকাপে সেরা ফুটবলার হওয়ার সুবাদে জেতা মারাদোনার এই পুরস্কার ঘরে রাখার জন্য যে বিপুল অর্থ খরচ করতে হবে।

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ