বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

লখনউকে ১০ উইকেটে উড়িয়ে দিল হায়দরাবাদ

হায়দরাবাদ: কথায় বলে সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। তাই বলে সানরাইজার্স হায়দরাবাদ যে ১০ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দেবে, অনেকেই ভাবেননি। তাও আবার ১০ ওভারের মধ্যে! প্রথমে ব্যাট করে লখনউ ৪ উইকেটে ১৬৫ রান তোলার পর মনে হয়েছিল কিছুটা লড়াইয়ের রসদ পেলেন লোকেশ রাহুলরা। কিন্তু ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে সেই টার্গেট বড়ই তুচ্ছ মনে হল। চার-ছক্কার বন্যা বইয়ে দলকে দুর্দান্ত জয় উপহার দেন দুই ওপেনার। ৯.৪ ওভারে বিনা উইকেটে জয়ের কড়ি জোগাড় করে নেয় হায়দরাবাদ (১৬৭-০)। গড়লেন রেকর্ডও। আইপিএলে সবচেয়ে বেশি বল থাকতে জয় এল এদিন (৬২)। পাশাপাশি ১০ ওভারের মধ্যে সর্বাধিক রানের রেকর্ডও গড়ল হায়দরাবাদ। একইসঙ্গে নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে নিতে সফল প্যাট কামিন্সের দল। লখনউকে হারিয়ে পয়েন্ট তালিকায় চেন্নাইকে পিছনে ফেলে তিনে উঠে এলেন তারা। ট্রাভিস হেড ৩০ বলে ৮৯ রানে অপরাজিত। তিনি হাঁকিয়েছেন আটটি চার ও আটটি ছক্কা। কম যাননি অভিষেকও। তাঁর সংগ্রহ ২৮ বলে অপরাজিত ৭৫। চারটি চার ও ছ’টি ছক্কা মেরেছেন তিনি। 
টসে জিতে ব্যাটিং নিয়েই ভুলটা করেছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতে ভুবনেশ্বর কুমারের সুইংয়ে পরাস্ত হন কুইন্টন ডি’কক (২)। তবে লখনউ শিবিরে জোর ধাক্কা লাগে অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ৩ রানে ডাগ-আউটে ফেরায়। দু’টি উইকেটই নেন ভুবি। টি-২০ মঞ্চে তাঁর কৃপণ বোলিং সত্যিই তারিফযোগ্য। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। উইকেটে সেট হওয়ার পর কামিন্সের বলে লোকেশ রাহুল ২৯ রানে ধরা পড়েন নটরাজনের হাতে। তার উপর ক্রুণাল পান্ডিয়ার রান-আউট আরও চাপে ফেলে দেয় লখনউকে। একটা সময় তাদের স্কোর ছিল ১৩ ওভারে ৪ উইকেটে ৭৩। দেড়শোও অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু নিকোলাস পুরান ও আয়ূষ বাদোনি ঝোড়ো ব্যাটিংয়ে পাল্টা আক্রমণ হানেন বিপক্ষ শিবিরে। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন তাঁরা। পঞ্চম উইকেটে তাঁদের অপরাজিত ৯৯ রানের পার্টনারশিপই ৪ উইকেটে ১৬৫ রানে পৌঁছে দেয় লখনউকে। আয়ূষ বাদোনি ৩০ বলে ৫৫ ও নিকোলাস পুরান ২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। তাঁদের শেষদিকের ঝড়ে কামিন্সও ৪ ওভারে বিলিয়েছেন ৪৭ রান। আরও বেহাল অবস্থা নটরাজনের (৫০-০)। জয়দেব উনাদকাটকে (২ ওভারে ১৯) কেনই যে প্রথম দলে রাখা হয়েছিল, তা বোধগম্য হয়নি। শেষ সাত ওভারে ৯০ রান যোগ করে লখনউ। অর্ধশতরান পূর্ণ করতে বাদোনির লেগেছে ২৮ বল। তিনি হাঁকিয়েছেন ৯টি চার। আর পুরান সহজাত ভঙ্গিতে ব্যাট করেছেন। ৬টি বাউন্ডারির পাশাপাশি ১ ওভার বাউন্ডারিও মেরেছেন। তবে শেষ পর্যন্ত ট্রাভিস-অভিষেকের ব্যাটিং তাণ্ডবে ঢাকা পড়ে যায় বাকিদের পারফরম্যান্স।

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ