বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ব্যর্থ স্যামসনের লড়াই, রাজস্থানকে হারাল দিল্লি

নয়াদিল্লি: ম্যাচ শেষ হতেই হাঁটু মুড়ে ২২ গজে বসে পড়লেন মুকেশ কুমার। দু’হাত আকাশে তুলে উপরওয়ালাকে ধন্যবাদ জানালেন বঙ্গ পেসার। মোক্ষম সময়ে বিপজ্জনক সঞ্জুকে প্যাভিলিয়নে ফেরান মুকেশ। রয়্যালস অধিনায়ক দুরন্ত ছন্দে ছিলেন। কার্যত একা কুম্ভের ভূমিকা নেন তিনি। সঞ্জু আউট হতেই শেষ বাটলারদের জয়ের আশা। রাজস্থান রয়্যালসকে ২০ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে রইল ঋষভ পন্থ ব্রিগেড। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চন স্থানে উঠে এল দিল্লি। একইসঙ্গে রাজস্থান হারায় সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের। আপাতত লিগ টেবিলে শীর্ষে শ্রেয়স আয়ারের দল। 
মঙ্গলবার কোটলার ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নামে দিল্লি।  দুই ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক (৫০) ও অভিষেক পো঩ড়েল (৬৫) আক্রমণাত্মক হাফ-সেঞ্চুরি করলেন। কিন্তু  মিডল অর্ডারে হতাশ করেন পন্থরা। শেষ পর্যন্ত আট উইকেটে ২২১ রানে থামল হোম টিম। চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমতো নজর কেড়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। এদিনও তরুণ অজির ব্যাট শাসন করল বিপক্ষ বোলারদের। শুরুতে  ৭ বলে তাঁর স্কোর ছিল ৭। সেখান থেকে ১৯ বলে পঞ্চাশে পৌঁছলেন বাইশ বছর বয়সি। প্রশ্নটা তাই উঠছেই, টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে না রেখে অস্ট্রেলিয়া ভুল করল কিনা!  তৃতীয় উইকেটে অভিষেক ও অক্ষর ২৫ বলে যোগ করেন ৪২ রান। চতুর্থ উইকেটে এরপর অভিষেক ও পন্থের জুটিতে ওঠে ২০ বলে ৩৪। অভিষেকের পঞ্চাশ আসে ২৮ বলে। ৩৬ বলে তাঁর ৬৫ রানে রয়েছে সাতটি চার ও তিনটি ছক্কা। ১০ ইনিংসে এই আসরে ২৬৭ রান করে ফেললেন তিনি। ক্যাপিটালসের সফলতম বোলার অশ্বিন (৩-২৪)।  প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেট হয়ে গেল চাহালের। ২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রয়্যালস। যশস্বী(৪ )রান পাননি। বাটলারও ব্যর্থ (১৭)। কঠিন সময়ে হাল ধরেন স্যামসন। মাত্র ৪৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসে আটটি চার ও হাফ ডজন বিশাল ছক্কা। শেষপর্যন্ত মুকেশ কুমারের বলে বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ধরেন সাই হোপ। অ঩নেকেই মনে করেছিলেন হোপের পা বাউন্ডারি ছুঁয়ে ফেলেছে। তা নিয়ে সাময়িক বিতর্কও তৈরি হয়। রিপ্লে দেখে নিশ্চিত হয়ে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। এটাই টার্নিং পয়েন্ট। রিয়ান পরাগ ২৭ রানে আউট হন। উল্টে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুলদীপ যাদব। বাঁ হাতি চায়নাম্যান বোলার ফেরান ডোনোভান ও অশ্বিনকে। ম্যাচের সেরাও কুলদীপই।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ