বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফর্মে হার্দিক, স্বস্তিতে টিম ইন্ডিয়া

মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ে অবদান রেখেছেন তারকা অলরাউন্ডার। আর তাতে স্বস্তি ফিরেছে ভারতীয় দলেও। কারণ, আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে অফ ফর্মে থাকা হার্দিককে রেখে প্রশ্নের মুখে পড়েছিলেন নির্বাচকরা। তাঁরা জানিয়েছিলেন, বোলিং দক্ষতার কারণেই দলে রাখা হয়েছে তাঁকে। নির্বাচকদের আস্থার মর্যাদাও দিচ্ছেন হার্দিক। ম্যাচের পর তিনি বলেন, ‘সঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করেছি ক্রমাগত। পরিস্থিতি অনুযায়ী      বোলিংয়ে এসেছে সাফল্য।’
আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে পেসার হিসেবে যশপ্রীত বুমরাহর সঙ্গে আছেন অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। তবে টিমের ভারসাম্য ঠিক রাখতে দুই জোরে বোলারকেই হয়তো খেলাবেন ক্যাপ্টেন রোহিত। সেক্ষেত্রে তৃতীয় পেসার হিসেবে হার্দিকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিকল্প হিসেবে শিবম দুবেও আছেন। তবে হার্দিকের বলের গতি অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি তাঁর অভিজ্ঞতাও কাজে আসবে। আর টুর্নামেন্ট যত এগচ্ছে চেনা ছন্দে ফিরছেন তারকা অলরাউন্ডার। এবারের ক্রোড়পতি লিগে ১১ ম্যাচে এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন তিনি। হার্দিককে প্রশংসায় ভরিয়েছেন মাইকেল ক্লার্কও। প্রাক্তন অজি তারকার কথায়, ‘হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হার্দিক। বোলিংয়ে সামান্য কিছু পরিবর্তন করে সাফল্য পাচ্ছে। তাছাড়া ওর বাউন্সারগুলি বেশ বিপজ্জনক। হার্দিকের স্লোয়ার বলও বেশ কার্যকরী। ওর ছন্দে ফেরাটা ভারতীয় টিমের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।’ 

8th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ