বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোহিত শর্মার হাতে ট্রফি দেখতে চাইছেন যুবরাজ

নয়াদিল্লি: ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর দীর্ঘ ১১ বছরে কোনও আইসিসি খেতাব ভারতে আসেনি। গত বছর তীরে এসেও তরী ডুবেছে। ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। এবার টি-২০ বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিত কি সেই খরা কাটাতে পারবেন? প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং অবশ্য আশাবাদী। ক্যাপ্টেন রোহিতের হাতে ট্রফি দেখতে চাইছেন তিনি। যুবির কথায়, ‘টি-২০ বিশ্বকাপে নেতা রোহিতের উপস্থিতিতে সুবিধা হবে ভারতের। চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ওর রয়েছে। নেতা হিসেবে রোহিতের সাফল্যও কম নেই। পাঁচবার আইপিএল জেতা মুখের কথা নয়। তারপর গতবার ওডিআই বিশ্বকাপেও ওর নেতৃত্বে ফাইনাল খেলেছে ভারত।’
২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় রোহিতের। তখন যুবি টিম ইন্ডিয়ার সুপারস্টার। তাই হিটম্যানের বেড়ে ওঠা সামনে থেকে দেখেছেন তিনি। ভারতীয় ক্যাপ্টেনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর ইংরাজি খুবই খারাপ ছিল (হেসে)। তবে দারুণ ক্রিকেটারের পাশাপাশি খুবই বড় মনের মানুষ রোহিত। এত সাফল্যের পরও বদলায়নি ও। খুবই মজার মানুষ। একজন অসাধারণ লিডার এবং ঘনিষ্ঠ বন্ধুও। ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলে ও ছিল না। তাই আমি হিটম্যানের গলায় বিশ্বকাপের পদক দেখতে চাই।’
চলতি আইপিএলে অবশ্য রোহিতের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা ভেবে ক্রোড়পতি লিগে তাঁকে সাময়িক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি তারকার মন্তব্য, ‘আমি নিশ্চিত, আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি হবে না রোহিত। আসলে ওর উপর অনেক দায়িত্ব। ভারতীয় দলের অধিনায়কের পাশাপাশি মুম্বইয়ের গুরুত্বপূর্ণ সদস্য হিটম্যান। হয়তো ওয়ার্কলোডের কারণেই এমনটা হচ্ছে।’ অবশ্য রোহিতের ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদীও ক্লার্ক। তিনি বলেন, ‘সাদা বলের অন্যতম সেরা ব্যাটার রোহিত। ওর ফর্মে ফেরা কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাই মেগা আসরের আগে ওকে ওয়ার্কলোড কমাতে হবে।’

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ