বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মোহন বাগানের আটজন ফুটবলার জাতীয় শিবিরে

নয়দিল্লি: আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জনের নীল-নকশা তৈরি জাতীয় কোচ ইগর স্টিমাচের। সেই লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয়  দল ঘোষণা করলেন ক্রোট কোচ। প্রত্যাশামতো এই দলে রয়েছেন মোহন বাগান ও মুম্বই সিটির ফুটবলাররা। এর আগে গত শনিবার ২৬ জনের প্রথম দল বেছে নিয়েছিলেন স্টিমাচ। এদিন আরও ১৫ জনের নাম ঘোষণা করলেন। এই দলে মোহন বাগানের আটজনের নাম রয়েছে। বাকি সাতজন মুম্বই সিটির। মোট ৪১ জনকে নিয়ে ভুবনেশ্বরে হবে জাতীয় শিবির। সেখান থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত স্কোয়াড।
জুনের ৬ তারিখ কলকাতায় কুয়েতের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১১ জুন দোহায়। সেদিন সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ কাতার। ১০ মে ভুবনেশ্বরে শুরু হবে শিবির। সেখানে যোগ দেবেন ডেভিডদের মতো প্রথম দলের ফুটবলাররা। পাঁচদিন পর লিস্টন, মনবীর, বিক্রম প্রতাপ সিংরা যোগ দেবেন চূড়ান্ত অনুশীলনে। এই মুহূর্তে চার ম্যাচে ভারতের সংগ্রহ চার পয়েন্ট। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে স্টিমাচের দল। শীর্ষে থাকা কাতারের পয়েন্ট ১২। তৃতীয় রাউন্ডে যেতে হলে এই দুই ম্যাচে ভালো ফল করতে হবে ব্লু-টাইগারদের। একইসঙ্গে ২০২৭ সালের এএফসি এশিয়া কাপের দরজা খুলে যাবে ভারতের সামনে। তবে বিশ্ব কাপের যোগ্যতা অর্জনই কেবল স্টিমাচের লক্ষ্য নয়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতকে ফের দুই অঙ্কের ঘরে ফেরাতে মরিয়া তিনি। 
মঙ্গলবার ঘোষিত দল: গোলরক্ষক- লাচেনপা, বিশাল কাইথ। ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার, মেহতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস। মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, ছাংতে, লিস্টন, সাহাল। ফরোয়ার্ড- মনবীর, বিক্রমপ্রতাপ।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ