বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আত্মবিশ্বাসী আনসেলোত্তি, তাল ঠুকছেন টমাস টুচেল

মাদ্রিদ: টুর্নামেন্টের ইতিহাসে সফলতম কোচ তিনি। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে মোট চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লো আনসেলোত্তি। বুধবার পঞ্চম খেতাবের দিকে আরও একধাপ এগনোর ব্যাপারে আত্মবিশ্বাসী অভিজ্ঞ ইতালিয়ান কোচ। সেমি-ফাইনালের ফিরতি পর্বে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে অ্যালায়েঞ্জ এরিনায় ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছিলেন মডরিচ-ভিনিসিয়াসরা। ঘরের মাঠে অবশ্য জয় তুলে নিতে মরিয়া তাঁরা। মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কোচ আনসেলোত্তি বলেন, ‘ফাইনালে পৌঁছনোর ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলাটা সবসময় সুবিধা। তবে বায়ার্নকে হাল্কাভাবে নিলে চলবে না। প্রতিটি বিভাগে আমাদের সেরাটা মেলে ধরতে হবে।’
প্রথম লেগে লিড নিয়েও একটা সময় ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে শেষলগ্নে পেনাল্টি থেকে দলের হার বাঁচান ভিনিসিয়াস। বুধবার ঘরের মাঠে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের দিকে তাকিয়ে রিয়াল অনুরাগীরা। আনসেলোত্তিও প্রশংসায় ভরিয়ে দিলেন ভিনিসিয়াসকে। বললেন, ‘অল্প সময়েই ও দলের এক গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছে। তবে ওকে আরও বেশি নিখুঁত হতে হবে। রডরিগো ও বেলিংহ্যাম যোগ্য সঙ্গত দিচ্ছে। তবে কখনও কখনও ছেলেদের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা দিচ্ছে। এমনটা কাম্য নয়।’
অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে ভালো ফলের ব্যাপারে আশাবাদী বায়ার্ন কোচ টমাস টুচেল। বললেন, ‘প্রথম লেগে নিজেদের ব্যর্থতায় ম্যাচ জিততে পারিনি। রিয়াল ম্যাচে দুটো সুযোগ পেয়েছে, তা কাজে লাগিয়েছে। তাই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটা সবসময় চ্যালেঞ্জের। তবে আমাদের দলে একাধিক ফুটবলার রয়েছে যারা আগেও সেখান থেকে জিতে মাঠ ছেড়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ