বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ আক্রমণাত্মক ফুটবল মেলে ধরাই লক্ষ্য রিয়ালের

মাদ্রিদ: ২ মে ২০১৮। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বের লড়াই। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত লড়াই মেলে ধরে বায়ার্ন মিউনিখ। শুরুতে লিড নিয়েও ২-২ গোলে ড্র করে তারা। তবে প্রথম লেগে ফলের নিরিখে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল জার্মান চ্যাম্পিয়নদের। দু’লেগ মিনিয়ে ৩-২ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল জিনেদিন জিদানের প্রশিক্ষাধীন রিয়াল। ছ’বছর পর বুধবার ফের চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে লড়াইয়ে নামছে দুই দল। এবার অবশ্য প্রথম লেগে ঘরের মাঠে অ্যালায়েঞ্জ এরিনায় ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে টমাস টুচেল-ব্রিগেড। তাই সেই দুরন্ত লড়াই বাড়তি উদ্দীপ্ত করতে পারে টমাস মুলারদের।
গত এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগ ও রিয়াল মাদ্রিদ, একে অপরের সমার্থক। ১০বারের মধ্যে পাঁচবারই ট্রফি ঘরে তুলেছে তারা। চলতি মরশুমেও খেতাব জয়ের মুখ্য দাবিদার তারাই। বিশেষত কোয়ার্টার-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির বাধা টপকাতেই ১৫তম শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ রিয়াল অনুরাগীরা। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন ভিনিসিয়াস-বেলিংহ্যামরা।
হাঁটুর চোটের জেরে মরশুমের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে কাটাতে হয়েছে গোলরক্ষক কুর্তোয়াকে। তবে চোট সারিয়ে লা লিগায় গত ম্যাচে কাডিজের বিরুদ্ধে প্রথম একাদশে ফেরেন তিনি। বুধবারও তাঁকে রেখেই দল সাজাবেন কোচ আনসেলোত্তি। এছাড়া কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন ড্যানি কার্ভাহাল। তবে চোটের জন্য এই ম্যাচেও ডেভিড আলাবাকে পাবে না রিয়াল। আপফ্রন্টে অবশ্য কাকে ছেড়ে কাকে খেলাবেন, তা নিয়ে বেশ চাপে অভিজ্ঞ কোচ। কাডিজের বিরুদ্ধে সুযোগ পেয়েই স্কোরশিটে নাম তুলেছিলেন ব্রাহিম ডিয়াজ ও হোসেলু। তবে বুধবার দু’জনকেই বেঞ্চে বসতে হতে পারে। দুরন্ত ছন্দে থাকা ভিনিসিয়াস ও রডরিগোর সঙ্গে বেলিংহ্যামকে রেখেই দল সাজাবেন ইতালিয়ান কোচ।
পক্ষান্তরে, চলতি মরশুম শেষেই বায়ার্ন মিউনিখকে বিদায় জানাবেন কোচ টমাস টুচেল। দায়িত্ব ছাড়ার আগে দলকে ইউরোপ সেরার মঞ্চে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর তিনি। তবে চলতি মরশুমে বায়ার্নের অ্যাওয়ে ফর্ম বেশ চিন্তায় রাখছে জার্মান কোচকে। তার উপর, নতুন করে দলে চোট আঘাতের সমস্যা দেখা দিয়েছে। স্টুটগার্টের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন গুয়েরেইরো। পাশাপাশি এরিক ডায়ারের খেলা নিয়েও রয়েছে সংশয়। তবে চোট সারিয়ে রক্ষণে ডে লিটের ফেরায় স্বস্তিতে বায়ার্ন কোচ। আপফ্রন্টে আরও একবার হ্যারি কেনকে সামনে রেখেই দল সাজাবেন টুচেল। প্রথম লেগে ইংলিশ স্ট্রাইকারের লক্ষ্যভেদে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ বায়ার্ন। তবে বুধবার রক্ষণ অক্ষত রাখাই বড় চ্যালেঞ্জ তাদের সামনে।
 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টস চ্যানেলে।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ