বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সামনে দিল্লি, শীর্ষস্থানে চোখ সঞ্জুদের

নয়াদিল্লি: রবিবার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রাজস্থান রয়্যালস। লখনউকে হারিয়ে এক নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট সমান হলেও নেট রান-রেট বেশি থাকায় এই মুহূর্তে মগডালে শ্রেয়স আয়াররা। তবে রাজস্থান একটি ম্যাচ কম খেলেছে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। অন্যদিকে, ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নাইটদের। মঙ্গলবার অবশ্য হারানো জায়গা পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসনরা। কোটলায় অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ঋষভ পন্থদের জিততেই হবে। ১১ ম্যাচে তাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এই পরিস্থিতিতে পরাজয় মানেই ছিটকে যাওয়া। কারণ, বাকি তিন ম্যাচে জিতলেও ক্যাপিটালস বড়জোর ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। তবে তাতেও নক-আউটের টিকিট নিশ্চিত নয়। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্সের দিকে। 
রাজস্থান এবারের আসরে সবচেয়ে ধারাবাহিক দল। মাত্র দুটো ম্যাচে হেরেছে তারা। দিল্লির ক্ষেত্রে সংখ্যাটা ছয়। ফলে ব্যাটে-বলে সেরাটা মেলে ধরা ছাড়া আর কোনও বিকল্প নেই ক্যাপিটালসের সামনে। ঘরের মাঠে বোলারদের কাজটা অবশ্য সহজ হবে না। কোটলার একদিকে বাউন্ডারির দূরত্ব মাত্র ৬০ মিটার। ফলে খলিল আহমেদ, মুকেশ কুমার, ইশান্ত শর্মাকে নিয়ে গঠিত পেস আক্রমণের সামনে কঠিন চ্যালেঞ্জ। রাজস্থানের জস বাটলার, রিয়ান পরাগ, সঞ্জুরা রয়েছেন তুখোড় ফর্মে। জয়পুরে আগের সাক্ষাতে তফাত গড়ে দিয়েছিলেন রিয়ান। ছন্দে ফিরেছেন ওপেনার যশস্বী জয়সওয়ালও। তাছাড়া রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেলও রয়েছেন। তবে দিল্লির দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ইকনমি রেট ভরসা দিচ্ছে সমর্থকদের। 
এই ম্যাচ চিহ্নিত হতেই পারে স্পিনারদের দ্বৈরথ হিসেবে। কুলদীপ-অক্ষরকে টক্কর জানাতে তৈরি রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটলেও মঙ্গলবার ‘কুল-চা’ জুটি একে অন্যের প্রতিদ্বন্দ্বী। সেটাও অন্যতম আকর্ষণ হয়ে উঠছে। 
আবার পন্থকে ব্যাট হাতে দাপুটে মেজাজে দেখার আগ্রহও যথেষ্ট। এখনও পর্যন্ত তিনটি হাফ-সেঞ্চুরি সহ ৩৮০ রান করে ফেলেছেন দিল্লি ক্যাপ্টেন। এছাড়া জেক ফ্রেজার-ম্যাকগার্কের পাওয়ার হিটিংও হয়ে উঠেছে বিপক্ষের উদ্বেগের কারণ। পৃথ্বী সাউ, অভিষেক পোড়েল, শাই হোপদের ধারাবাহিকতার অভাব অবশ্য চিন্তায় রাখছে দিল্লিকে। শুধু চাহাল-অশ্বিনের স্পিন নয়, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মাদের নিয়ে গড়া পেস বোলিংও রাজস্থানের বড় শক্তি। ফলে কোটলায় কার্যত অ্যাসিড টেস্ট পন্থদের।

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ