বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফাইনাল অতীত, আগামী মরশুমের ভাবনা শুরু দিমিত্রি-কামিংসদের

সঞ্জয় সরকার, কলকাতা: ত্রিমুকুট জয়ের স্বপ্নে বিভোর ছিল মোহন বাগান। প্রিয় দলের জয় দেখতে শনিবার মাঠ ভরিয়েছিলেন ৬২ হাজার সবুজ-মেরুন অনুরাগী। তবে ৯০ মিনিটের লড়াইয়ে হতাশা আর আপশোস ছাড়া কিছুই জোটেনি তাঁদের কপালে। আইএসএলের ফাইনালে সংযোজিত সময়ে ইয়াকুবের শট মোহন বাগান জালে জড়াতেই গ্যালারি ফাঁকা হতে শুরু করে। ম্যাচ শেষে ফুটবলাররাও ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়লেন। মিক্সড জোনে কথা বলার সময় গলা জড়িয়ে এল দিমিত্রি পেত্রাতোসের। ঘরের মাঠে লিড নিয়েও এভাবে হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অজি তারকা। টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতলেও, ফাইনালের ব্যর্থতা যেন কুরে খাচ্ছিল তাঁকে। বললেন, ‘দিনটা আমাদের ছিল না। প্রত্যেকেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। গোটা মরশুম আমরা এক পরিবার হয়ে লড়াই করেছি। ভালো সময় হোক বা অসময়, একে অপরের পাশে থেকেছি। ফাইনালে হারলেও সামগ্রিকভাবে আমরা গর্বিতই।’
দলের আর এক অজি ফুটবলার জেসন কামিংসের গলায় শোনা গেল নতুন মরশুমের কথা। বললেন, ‘দুর্দান্ত এক মরশুম কাটল। ডুরান্ড কাপ ও আইএসএলের লিগ-শিল্ড জয়। তারপর ফাইনালে ওঠা। অবশ্যই ত্রিমুকুট না জেতার হতাশা থাকবে। তবে আগামী মরশুমে আমাদের আরও ভালো কিছু করতে হবে। প্রথমবারের জন্য দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে প্রতিনিধিত্ব করবে। আপাতত কয়েকদিন বিশ্রামের পর তার প্রস্তুতিতে নেমে পড়তে হবে।’
সাফল্যে ঢাকা পড়ে অনেক দুর্বলতা। তবে ব্যর্থ হলেই সেগুলো মাথা চাড়া দেয়। শনিবার মোহন বাগানের সেই দুর্বল দিকগুলিই প্রকট হল। মরশুমের শুরু থেকে ভঙ্গুর রক্ষণের জন্য বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিদায়ী কোচ হুয়ান ফেরান্দোকে। হাবাস দায়িত্ব নিয়েও খুব একটা মেরামত করতে পারেননি। বিশেষত লেফট উইং-ব্যাক পজিশনে শুভাশিস বসুকে বারবার চাপের মুখে পড়তে দেখা গিয়েছে। আগামী মরশুমে একজন ভালোমানের স্বদেশি লেফট উইং-ব্যাক দলে নিতে মরিয়া সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। বিদেশিদের মধ্যে আর্মান্দো সাদিকুর বিদায় নিশ্চিত। তাঁর জায়গায় রেকর্ড অর্থে জেমি ম্যাকলারেনকে সই করাতে উদ্যোগী মোহন বাগান সুপার জায়ান্ট। ‘এ’ লিগে দুরন্ত ছন্দে থাকা এই অজি স্ট্রাইকারও ভারতে খেলতে মুখিয়ে। তবে তাঁকে দলে পেতে দৌড়ে রয়েছে মুম্বই সিটিও। এছাড়া গত কয়েক ম্যাচের পারফরম্যান্সের নিরিখে জনি কাউকো ও হেক্টর ইউস্তের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। কাউকোর পারফরম্যান্স গ্রাফ পড়তি। শেষ কয়েকটি ম্যাচে তা বারবার প্রমাণিত। এদিকে, নতুন মরশুমে চেন্নাইয়ান এফসি’তে যোগ দিচ্ছেন হামতে ও কিয়ান। ইতিমধ্যেই সই করেছেন তাঁরা।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ