বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দলবদলের ধাক্কায় জেরবার মুম্বই

শিবাজী চক্রবর্তী, কলকাতা: আইএসএল ট্রফি জয়ের উচ্ছ্বাস এখনও ফিকে হয়নি। তারমধ্যেই পরের পর ধাক্কায় জেরবার মুম্বই সিটি। আসন্ন মরশুমে পিটার ক্র্যাটকির ঘর ভাঙতে উদ্যত বেঙ্গালুরু এফসি। সূত্রের খবর, পেরেরা ডিয়াজ, নোগুয়েরো, রাহুল ভেকে সহ একঝাঁক ফুটবলার দল ছাড়ছেন। স্কোয়াড বাঁচাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। শনিবার যুবভারতীতে মোহন বাগানকে হারানোর পরেই শুরু হয় বাঁধভাঙা উৎসব। টিম হোটেলে পৌঁছে গভীর রাত পর্যন্ত পার্টি করেন ফুটবলাররা। আর্জেন্তিনার পতাকা হাতে সেলিব্রেশনে মাতেন পেরেরা ডিয়াজও। তাঁর মন্তব্য, ‘ট্রফি জিততে মরিয়া ছিল গোটা দল। তাগিদই পার্থক্য গড়ে দেয়।’ কোচ ক্র্যাটকি সহ বাকিরা উৎসবে মত্ত। ডিয়াজ যে দল ছাড়তে চলেছেন, টের পাননি অনেকেই। অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকেও বেঙ্গালুরুতেই যাচ্ছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই  প্রি-কন্ট্রাক্টে সই করেছেন তিনি। স্প্যানিশ মিডিও নাগুয়েরো ও ডিফেন্ডার তিরির সঙ্গেও কথা চালাচ্ছে বাগিচা শহরের দল। যে কোনও মুহূর্তে ডিল চূড়ান্ত হতে পারে। একইসঙ্গে স্ট্রাইকার গুরকিরেত সিং সই করেছেন চেন্নাইয়ানে। এছাড়া গোলরক্ষক নওয়াজও দল ছাড়লেন। তিনিও চেন্নাইয়ানে পাড়ি দিচ্ছেন। ডিফেন্সিভ মিডিও বিনীথ রাইয়ের সঙ্গে মুম্বইয়ের চুক্তি শেষ হচ্ছে। চলতি মরশুমের পরেই তিনি ফ্রি ফুটবলার। আইএসএলের দুটি ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে তার কাছে। সবমিলিয়ে প্রবল অস্বস্তিতে দলের থিঙ্কট্যাঙ্ক।
রবিবার সকালের ফ্লাইটে আইএসএল ট্রফি নিয়ে মুম্বই পৌঁছয় গোটা দল। টুর্নামেন্টের মাঝপথেই না ফেরার দেশে পাড়ি দেন বিক্রমপ্রতাপ সিংয়ের বাবা। বিক্রম জানান, ‘এই ট্রফি বাবাকে উৎসর্গ করছি। জীবিত থাকলে সবচেয়ে খুশি হতেন তিনিই।’

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ