বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফের হ্যাটট্রিক রোনাল্ডোর

রিয়াধ: সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার তাঁর হ্যাটট্রিকের সুবাদে আল ওয়েদাকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসের। সিআরসেভেন ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন সাদিও মানে, ওটাভিও এবং আল ফাতিল। এই জয়ের সুবাদে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসের।
৩৯ বছরের রোনাল্ডোর কাছে বয়সটা নিছকই সংখ্যামাত্র। আল নাসেরের হয়ে শেষ সাত ম্যাচের মধ্যে তিনটিতেই হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। সৌদি ক্লাবটির হয়ে সবমিলিয়ে ৬টি হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। আর গোটা কেরিয়ারের হিসেবে ৬৬তম। পাশাপাশি চলতি সৌদি লিগে গোল স্কোরারের তালিকাতেও শীর্ষস্থানে রয়েছেন তিনি। ২৭ ম্যাচে রোনাল্ডোর লক্ষ্যভেদ ৩২টি। ম্যাচের পর তিনি বলেন, ‘হ্যাটট্রিক করে দলকে জেতাতে পেরে দারুণ লাগছে। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’ শনিবার ম্যাচে শুরু থেকেই একচেটিয়া দাপট ছিল আল নাসেরের। পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন রোনাল্ডো। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)। এরপর ১২ মিনিটে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তগিজ তারকা (২-০)। এই পর্বে আল নাসেরের সামনে দাঁড়াতেই পারেনি আল ওহেদা। ১৮ ও ৪৫ মিনিটে যথাক্রমে ওটাভিও এবং  সাদিও মানের গোলে প্রথমার্ধেই ৪-০ লিড নেয় আল নাসের। এরপর ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। সাদিও মানের থ্রু ধরে প্রতিপক্ষের জাল কাঁপান সিআরসেভেন (৫-০)। আর ৮৮ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মহম্মদ আল ফাতিল (৬-০)।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ