বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

 মেসির রেকর্ডের দিনে তিন গোল সুয়ারেজের
 

মায়ামি: একটা সময় মেসি-সুয়ারেজের যুগলবন্দি সুপারহিট ছিল বার্সেলোনায়। এবার আমেরিকাতেও আলো ছড়াচ্ছে এই জুটি। শনিবার লায়োনেল মেসি ও লুইস সুয়ারেজের মাস্টারক্লাসে নিউ ইয়র্ক রেড বুলসকে ৬-২ ব্যবধানে দুরমুশ করেছে ইন্তার মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাবের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন সুয়ারেজ। বন্ধু মেসি স্কোরশিটে নাম তোলার পাশাপাশি এক বিরল নজিরও গড়েছেন। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করলেন আর্জেন্তাইন মহাতারকা। আর বাকি দু’টি গোল মাতিয়াস রোজাসের। দাপুটে জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইন্তার মায়ামি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।
রবিবার ম্যাচের শুরুতে অবশ্য নিউ ইয়র্ক রেড বুলসের দাপট ছিল। ৩০ মিনিটে তাদের এগিয়ে দেন দান্তে (১-০)। তবে দ্বিতীয়ার্ধে অনবদ্য প্রত্যাবর্তন ইন্তার মায়ামির। ৪৮ মিনিটে মেসির পাস ধরে দুরন্ত গোলে তাদের সমতায় ফেরান সুপার সাব রোজাস (১-১)। তার দু’মিনিট পর স্কোরশিটে নাম তোলেন লিও (২-১)। ৬২ মিনিটে ৩-১ করেন রোজাস। এরপরই শুরু হয় সুয়ারেজের ম্যাজিক। ৬৮, ৭৫ ও ৮১ মিনিটে গোল করে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার (৬-১)। সংযোজিত সময়ে অবশ্য নিউ ইয়র্কের হয়ে ব্যবধান কমান এমিল ফোর্সবার্গ (৬-২)।
 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ