বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মুম্বইয়ের সামনে আজ শক্তিশালী হায়দরাবাদ

মুম্বই: টানা চার ম্যাচে হার। পয়েন্ট তালিকায় সবার শেষে। এমন এক পরিস্থিতিতে সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা দেওয়াল লিখন পড়তে পারছেন। এবার প্লে-অফ দূর অস্ত, বড় কোনও অঘটন না ঘটলে টেবিলের নীচের দিকেই থেকে যেতে হবে। তাই ভয়ডরহীন ক্রিকেট খেলে শেষ তিনটি ম্যাচে ছাপ ফেলতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্টোদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসকে গত ম্যাচে হারিয়ে বড় চমক দিয়েছে সানরাইজার্স। ১০টি খেলে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। প্রথম চারে থাকার সুবর্ণ সুযোগ। তা কিছুতেই হাতছাড়া করতে নারাজ প্যাট কামিন্সরা। 
মুম্বইয়ের করুণ দশা দেখে অনেকেই বিস্মিত। কারণ খোঁজা চলছে। অনেকে বলছেন, নেতৃত্ব বদলই দলের ফোকাস নড়িয়ে দিয়েছে। তবে এই ব্যর্থতার দায় শুধু হার্দিকের ঘাড়ে চাপানো ঠিক হবে না। সার্বিকভাবে দলের সব ক্রিকেটারই দায়ী। এখন শেষ তিনটি ম্যাচে সমর্থকদের আস্থার মর্যাদা রাখার সুযোগ। রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা নিশ্চয়ই সেই চেষ্টা করবেন। মিডল অর্ডারে তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া এবং টিম ডেভিড রয়েছেন। চাপের মুখে তাঁরা ইনিংস এগিয়ে নিয়ে যেতে সক্ষম। তবে মুম্বইয়ের ব্যাটিং এবার প্রত্যাশা ছুঁতে পারেনি। বোলিংয়েও যশপ্রীত বুমরাহ ছাড়া সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে নজর থাকবে নুয়ান থুশারার উপর। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। নিয়েছিলেন তিনটি উইকেট। রয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজিও। স্পিন বিভাগ কিছুটা দুর্বল। বর্ষীয়ান পীযূষ চাওলার উপর ভরসা রাখা হচ্ছে। তাঁর সঙ্গী হতে পারেন নমন ধীর। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন।
এবারের আইপিএলের ‘ডার্ক হর্স’ বলা যেতে পারে সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে টিম গেমের অনেক বেশি প্রাধান্য ক্লাসেনদের খেলায়। তবে ট্রাভিস হেড যেরকম ফর্মে আছেন, তাতে মুম্বইয়ের বোলারদের কঠিন পরীক্ষায় পড়তে হবে। পাওয়ার প্লে স্পেশালিস্ট অভিষেক শর্মা। আর এক ভারতীয় ক্রিকেটার নীতীশ রেড্ডিও সাড়া ফেলেছেন। গত ম্যাচে তিনি ৪২ বলে ৭৬ রান হাঁকিয়েছিলেন। মিডল অর্ডারে হায়দরাবাদের বড় ভরসা হেনরিক ক্লাসেন। ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচ বের করতে হয়, সেটা তাঁর ভালোই জানা। এছাড়া আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ এবং মার্কো জানসেনও ব্যাটে বলে ছাপ ফেলার চেষ্টা করছেন। 
সানরাজার্সের বোলিংও বেশ শক্তিশালী। পেস বিভাগে ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্সের মতো তারকার পাশাপাশি রয়েছেন নটরাজন ও মার্কো জানসেন। কিছু কিছু ম্যাচে খেলানো হচ্ছে জয়দেব উনাদকাটকেও। স্পিন বিভাগে শাহবাজের সঙ্গী হতে পারেন নীতীশ রেড্ডি।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ