বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পাঞ্জাবের বিরুদ্ধে বদলার আশায় চেন্নাই

ধরমশালা: মাঝে শুধু তিন দিনের বিরতি। রবিবার ফের মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। ১ মে প্রথম সাক্ষাতে হলুদ জার্সিধারীরা হেরেছিল ঘরের মাঠে। এবার শৈলশহরে প্রত্যাঘাতে চোখ ধোনি, ঋতুরাজদের। দুই দলের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০টি খেলে সিএসকে’র ঝুলিতে ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে পাঞ্জাব ৮ পয়েন্ট পেয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে তাদের জিততেই হবে। একই অঙ্ক সুপার কিংসের সামনেও।
চব্বিশের আইপিএলে চেন্নাই সুপার কিংস খোঁড়াচ্ছে। তার বড় কারণ ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে ফর্মে থাকলেও অজিঙ্কা রাহানে, সমীর রিজভিরা ডাহা ব্যর্থ। ধোনি শেষ দিকে নেমে চালাচ্ছেন ঠিকই, তবে তিনি আরও আগে নামতে নারাজ। চেন্নাইয়ের বোলিং মূলত পেস নির্ভর। চোট সারিয়ে ধরমশালায় ফিরতে চলেছেন পাথিরানা। এছাড়া আছেন দীপক চাহার, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসার। স্পিন বিভাগে ভরসা রবীন্দ্র জাদেজা, মঈন আলি। অন্যদিকে, পাঞ্জাবের পেস আক্রমণও দুর্দান্ত। আর ব্যাট হাতে ফর্মে আছেন বেয়ারস্টো, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ