বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দিমিত্রিকে ঘিরে আবেগের ঢেউ

সঞ্জয় সরকার, কলকাতা: ব্যারিকেডের একপ্রান্তে অপেক্ষায় প্রায় শ’খানেক সবুজ-মেরুন অনুরাগী। নিরাপত্তার কড়া বেষ্টনীর জেরে নায়কদের কাছে যাওয়ার উপায় নেই। তাই দূর থেকেই প্রিয় ফুটবলারদের নাম ধরে চিৎকার করতে থাকলেন। লিস্টনরা অনুশীলন শেষে মাঠ ছেড়ে বেরিয়ে আসতেই উন্মাদনা বেড়ে গেল কয়েকগুণ। অনুরাগীদের দিকে হাত নেড়েই গাড়িতে চেপে ধুলো উড়িয়ে হোটেলের পথ ধরলেন সবুজ-মেরুন ফুটবলাররা। যাওয়ার পথ কেউ কাচ নামালেন, কেউ আবার নামালেন না। তবে ই-স্কুটার চেপে দিমিত্রি বেরতেই নিমেষের মধ্যে ভেঙে গেল যাবতীয় বাধা। গত কয়েক বছরে একাধিক বিদেশি ফুটবলার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন। তবে সনি নর্ডির পরে এমন উন্মাদনা আর কোনও ফুটবলারকে নিয়ে হয়নি। প্রিয় ফুটবলারকে কাছে পেতেই আব্দারের ঝুলি উপচে দিলেন অনুরাগীরা। আইএসএলের মেগা ফাইনালের আগে দিমিত্রি জ্বরে কাবু সবুজ-মেরুন শিবির। অজি ফুটবলার অবশ্য আবেগের জোয়ারে গা ভাসাতে নারাজ। হাসিমুখেই সমর্থকদের ভিড় কাটিয়ে ধরলেন হোটেলের পথ। এ যেন ঝড়ের আগে পূর্বাভাস। মুখে কিছু না বলেও দিমিত্রি বুঝিয়ে দিলেন, শনিবার ট্রফি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে তিনি তৈরি।
মেগা ফাইনাল ঘিরে সমর্থকদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটলেও, শেষ মহড়ায় নিজেদের কার্যত গুটিয়ে রাখল হাবাস-ব্রিগেড। শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে মাত্র ৪৫ মিনিট প্রস্তুতি সারল মোহন বাগান। শুরুতে নিজেদের মধ্যে মজার ছলে হ্যান্ডবল খেলা, তারপর মিনিট ১৫ সিচুয়েশন প্র্যাকটিস। এই পর্বে দুটো টিমে ভাগ করে ফুটবলারদের ঝালিয়ে নিলেন স্প্যানিশ কোচ। শনিবার অবশ্য ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে মরিয়া হাবাস। তার জন্য পাসিং ফুটবলই তাঁর অস্ত্র। পক্ষান্তরে, শনিবারের ম্যাচকে প্রতিশোধের মঞ্চ হিসেবেই দেখছে মুম্বই সিটি। গত ১৫ এপ্রিল এই যুবভারতীতেই মোহন বাগানের কাছে লিগ-শিল্ড খেতাবি লড়াইয়ে বশ মেনেছিল পিটার ক্র্যাটকি ব্রিগেড। আইএসএল ফাইনাল জিতে তার মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে বিপিন-নোগুয়েরারা। শুক্রবার সন্ধ্যায় যুবভারতী প্রায় ঘণ্টা দেড়েকের অনুশীলনে উইং প্লে’র অপর জোর দিলেন মুম্বই কোচ। একইসঙ্গে অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখে পেনাল্টি শুট-আউটের মহড়াও সেরে রাখলেন ছাংতেরা।
ফাইনালে মোহন বাগানের গত ম্যাচের প্রথম একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম। তবে চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ সাহাল আব্দুল সামাদ। তাই ফাইনালে অনিরুদ্ধ থাপার জায়গায় তাঁকে শুরু থেকে দলে রেখে চমকের পথে হাঁটতেই পারেন অভিজ্ঞ কোচ। কার্ড সমস্যায় মুম্বই দলে নেই ফল নিফ। তাঁর অভাব পূরণ করতে কোচের ভরসা আপুইয়া। এছাড়া মোহন বাগান শক্তিশালী আপফ্রন্টের কথা মাথায় রেখে জোড়া বিদেশি ডিফেন্ডারে দল সাজাতে পারেন ক্র্যাটকি।
আইএসএলের ইতিহাসে ‘হেড টু হেড’এর নিরিখে অনেকটাই এগিয়ে মুম্বই। তবে চলতি মরশুমে তিনবারের সাক্ষাতে দু’বার বাণিজ্য নগরীর দলটিকে বশ মানিয়েছে মোহন বাগান। ডুরান্ড কাপের পর লিগ-শিল্ড খেতাবি লড়াইয়ে ঘরের মাঠে শেষ হাসি হেসেছিলেন দিমিত্রিরা। সেই ছন্দ বজায় রেখে শনিবার আরও একবার মুম্বই-বধ করে প্রথম দল হিসেবে ‘ব্যাক টু ব্যাক’ আইএসএল খেতাব ঘরে তুলতে মরিয়া হাবাস-ব্রিগেড।
মোহন বাগানের সম্ভাব্য একাদশ: বিশাল, আনোয়ার, ইউস্তে, শুভাশিস, সাহাল, টাংরি, লিস্টন, জনি, দিমিত্রি, মনবীর ও কামিংস।
মুম্বইয়ের সম্ভাব্য একাদশ: লাচেনপা, রাহুল, ক্রুমা, তিরি, মেহতাব, আপুইয়া, নোগুয়েরা, জয়েশ, ছাংতে, ডিয়াজ ও বিক্রম।

যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ ও কালারস বাংলা সিনেমায়।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ