বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দুই থেকে তিন হাজারে ব্ল্যাক হচ্ছে টিকিট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধমান থেকে সাতসকালে যুবভারতীতে হাজির প্রদীপ দত্ত। বক্স অফিসের সামনে বেলা পর্যন্ত দাঁড়িয়েও মেলেনি আইএসএল ফাইনালের টিকিট। ওদিকে চড়া রোদে চাঁদি ফাটার জোগাড়। অগত্যা শুকনো মুখে বাড়ি ফিরতে হল সবুজ-মেরুনের এই কট্টর সমর্থককে। টিকিটের হাহাকার আগেও দেখেছে ময়দান। কিন্তু আইএসএল ফাইনাল যেন সব ছাপিয়ে গিয়েছে। সাধারণ ফুটবলপ্রেমীরা ব্রাত্য। ময়দান থেকে যুবভারতীর একটাই রিংটোন,  ‘তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।’ কিন্তু কালোবাজারে দেদার বিকোচ্ছে মেগা ফাইনালের টিকিট। পকেটে টাকা থাকলে টিকিটও আছে। চোখ কান খোলা রাখলেই মিলছে সুলুক সন্ধান। চোখে চোখে ইশারা। কাদাপাড়া, সুভাষ সরোবরের আনাচে কানাচে ঝোপ বুঝে কোপ চলছে। দুই থেকে তিন হাজারেও বিক্রি হচ্ছে মোহন বাগান বনাম মুম্বই ম্যাচের টিকিট। 
মোহন বাগান তাঁবুতেও সাধারণ দর্শকের টিকিট নেই। সদস্যদের জন্য সীমিত টিকিট জোগাড় করা হয়। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ২০০ টাকা দিয়ে তা সংগ্রহের জন্য রীতিমতো লাইন পড়ে ময়দানে। পরিস্থিতি সামাল দিতে দুপুরে পুলিস মোতায়েন করা হয়।  বটতলার আশেপাশে অবশ্য টিকিটের কালোবাজারি চলছেই। ট্যাঁক থেকে উঁকি মারছে টিকিট। হাজার দুয়েক দিলেই হাতবদল। হাই-ভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে ৬২ হাজারের বেশি টিকিট বাজারে ছাড়া হয়েছে। অনলাইন টিকিট বুকিং অ্যাপসে আধঘণ্টার মধ্যেই তা ভ্যানিশ। রোদ-জল-বৃষ্টিতে গ্যালারি ভরানো সাধারণ সমর্থকরা মুখ চুন করে ঘুরছেন। ব্ল্যাকারদের আঙুল ফুলে কলাগাছ। পরিচিত ময়দানি কর্তাদের ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে ব্লু টিক হলেও উত্তর মিলছে না। আইপিএলের ঢক্কানিনাদকেও ছাপিয়ে গিয়েছে আইএসএল ফাইনালের উত্তাপ। মোদ্দা কথা গ্ল্যামার, জমক আর বেওসার বৃত্তে সাধারণ সমর্থকদের প্রবেশ নিষেধ। শনিবার খেতাবি লড়াইয়ে ভিআইপি বক্সে হাজির থাকবেন নীতা আম্বানি। মুম্বই থিঙ্কট্যাঙ্কের তরফে রনবীর কাপুর-আলিয়া ভাটের আসার কথা। ভিআইপি এবং সেলেবদের নিরাপত্তা নিশ্চিত করতে নাজেহাল প্রশাসন।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ