বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রিঙ্কুকে সান্ত্বনা দিলেন সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের বাদ পড়া নিয়ে চর্চা থামছেই না। সাংবাদিক সম্মেলনে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, বাড়তি স্পিনার খেলাতেই ১৫ জনের দলে জায়গা হয়নি তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যানটির। এই যুক্তিকে সমর্থন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। শুক্রবার বেঙ্গল টি-২০ প্রো লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেখানে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সাধারণত স্পিনারদের জন্য সুবিধা থাকে। তাই ম্যানেজমেন্ট বাড়তি স্পিনার খেলানোর পরিকল্পনা নিয়েছে। এই ট্যাকটিক্যাল সিদ্ধান্তের কারণেই বাদ পড়তে হয়েছে রিঙ্কুকে। তবে মন খারাপের কিছু নেই। সবে ওর কেরিয়ার শুরু হয়েছে। আগামী দিনে আরও অনেক সুযোগ পাবে।’
বেঙ্গল টি-২০ প্রো লিগের ট্রফি উন্মোচনের মঞ্চে সৌরভের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি প্রমুখ। নতুন টুর্নামেন্ট সম্পর্কে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘এই টুর্নামেন্ট বাংলা ক্রিকেটের গেম চেঞ্জার হতে পারে। রাজ্য থেকে অনেক নতুন প্রতিভা প্রচারের আলোয় আসবে। এই উদ্যোগের জন্য সিএবিকে ধন্যবাদ জানাতে চাই।’

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ