বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফাইনালে পৌঁছবে রিয়াল, আত্মবিশ্বাসী আনসেলোত্তি

মিউনিখ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের অপরাজেয় দৌড় অব্যাহত। মঙ্গলবার শেষ চারের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করল কার্লো আনসেলোত্তির দল। ফিরতি পর্বে ঘরের মাঠে তাই কিছুটা হলেও এগিয়ে থেকে লড়াইয়ে নামবেন ভিনিসিয়াস-মডরিচরা। তবে প্রথম লেগে দল প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ বলেই জানান রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি।
মঙ্গলবার অ্যালায়েঞ্জ এরিনায় ম্যাচে শুরুতে ভিনিসিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পরেও কিছুটা গা-ছাড়া মনোভাব দেখা দেয় রিয়াল ফুটবলারদের মধ্যে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিরতির পর দারুণভাবে ম্যাচে ফেরে বায়ার্ন। ৫৩ মিনিটে লেরয় সানের গোলে সমতা ফেরায় জার্মান ক্লাবটি। আর চার মিনিট বাদেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে এগিয়ে দেন হ্যারি কেন (২-১)। তবে এরপরই ঘুরে দাঁড়ায় রিয়াল। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস (২-২)। তাই ফাইনালের টিকিট অর্জন করতে হলে ঘরের মাঠে পারফরম্যান্সে আরও উন্নতির অবকাশ রয়েছে বলেই মত রিয়াল কোচের। আনসেলোত্তি জানান, ‘দলের খেলায় আমি মোটেই সন্তুষ্ট নয়। প্রথমার্ধে লিড নেওয়ার পর ছেলেদের মধ্যে ঢিলেমি এসেছিল। এমনটা কখনওই কাম্য নয়। তবে পিছিয়ে পড়ে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শেষ আধ ঘণ্টা অনেক বেশি দাপট ছিল আমাদের। ফিরতি পর্বে এই খেলাটাই ধরে রাখতে হবে। লন্ডনের টিকিট নিশ্চিত করার জন্য আমাদের হাতে এখনও ৯০ মিনিট সময় রয়েছে।’
এদিকে, ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দল একটা সময় ২-১ গোলে লিড নেয় বায়ার্ন। তবে রক্ষণের ব্যর্থতায় সেই অ্যাডভান্টেজ হাতছাড়া করে তারা। স্বাভাবিকভাবেই হতাশ কোচ টমাস টুচেল। মরশুম শেষেই দল ছাড়বেন তিনি। তবে ঘরের মাঠে রিয়ালকে হারানোর এমন সুযোগ হাতছাড়া করায় কিছুটা হলেও ফিরতি লেগের আগে চাপে বায়ার্ন কোচ।

3rd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ