বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হার, প্লে অফে ওঠা কঠিন চেন্নাইয়ের

চেন্নাই, ২ মে: ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হেরে গেল ধোনিরা। গতকাল অর্থাৎ বুধবার চেন্নাইয়ে ৭ উইকেট খুইয়ে মাত্রা ১৬২ তোলে সুপার কিংসরা। জবাবে পাঞ্জাব ১৭.৫ ওভারেই মাত্র ৩ উইকেট খু‌঩ইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অন্যদিকে, পরপর দুটি ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে চলে এল পাঞ্জাবও। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেল স্যাম কুরানদের পাঞ্জাব। অন্যদিকে, বেশ খানিকটা বেলাইন হয়ে গেল চেন্নাই এক্সপ্রেস। প্লে অফের দৌড়ে অন্য দলগুলির তুলনায় বেশ খানিকটা পিছিয়েই পড়লেন ধোনিরা। গতকাল  টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কুরান। প্রথম থেকেই চেন্নাইকে ব্যাকফুটে ঠেলে দেন রাহুল চাহাররা। যদিও শুরুটা খারাপ করেননি ঋতুরাজ গায়কোয়াড় ও অজিঙ্কা রাহানে। রাহানে ২৪ বলে ২৯ রান করেন। মারেন ৫টি চার। তবে তিনি আউট হতেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের দুই সদস্য শিবম দুবে (০) এবং রবীন্দ্র জাদেজা (২) রানে আউট হয়ে চাপে ফেলে দেন সিএসকে-কে। এরপর পাওয়ার প্লে শেষ হতেই লাগাতার উইকেট হারাতে থাকে চেন্নাই। বিনা উইকেটে ৬৪ থাকার পরও ৭০ রানে ৩ উইকেটে চলে যায় ধোনিদের। চেন্নাইয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ঋতুরাজ। ১৩ বল বাকি থাকতে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে এতদিন অপরাজিতই ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এদিন ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে এবারের টুর্নামেন্টে এই প্রথমবার আউট হন মাহি। তিনি ১১ বলে ১৪ রান করেন। মারেন ১টি চার এবং একটি ছয়।
অপরদিকে, ২০ ওভারে ১৬২ রান করে ইনিংস শেষ করে চেন্নাই। জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই অসুবিধার সম্মুখীন হতে হয়নি পাঞ্জাবকে। পাওয়ার প্লে-তে প্রভসিমরন সিং আউট হয়ে গেলেও বেয়ারস্টো ইনিংসের হাল ধরেন। রাইলি রুশোর সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে ম্যাচের রাশ ফের পাঞ্জাবের দিকে ফেরান ইংরেজ ব্যাটার। শেষদিকে চেন্নাই বোলাররা চেষ্টা করলেও জয় অধরাই থেকে যায় ইয়েলো আর্মির। ফলে ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্লে অফে ওঠার লড়াই আরও কিছুটা কঠিন করে ফেলল চেন্নাই। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

2nd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ