বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পিএসজি’র চ্যালেঞ্জ সামলাতে তৈরি ডর্টমুন্ড

ডর্টমুন্ড: করোনার জন্য বিশ্বের অধিকাংশ ক্লাবই আর্থিক সমস্যার মুখোমুখি হয়। উজ্জ্বল ব্যতিক্রম পিএসজি। ২০২১-২২ মরশুমে ট্রান্সফার উইন্ডোতে লায়োনেল মেসি, আচরাফ হাকিমি, সের্গিও র‌্যামোস, গিয়ানলুইগি ডোনারুমার মতো একঝাঁক তারকাকে সই করিয়ে চমক দেন ধনকুবের নাসের আল খেলাফি। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে সমৃদ্ধ দলও অধরা মাধুরী লাভে ব্যর্থ। তবে চলতি মরশুমে আরও একবার ইউরোপের সেরা হওয়ার স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি। সেই লক্ষ্যে এগতে সেমি-ফাইনালে তাদের টপকাতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের বাধা। বুধবার প্রথম লেগে জার্মান ক্লাবটির ঘরের মাঠে লিড নেওয়াই লক্ষ্য থাকবে লুইস এনরিকে -ব্রিগেডের।
পিএসজি এখন অতীত মেসি ও নেইমারের কাছে। এমবাপে আবার থেকেও নেই। কারণ, পরের মরশুমে ফরাসি স্ট্রাইকার রিয়াল মাদ্রিদে পা঩ড়ি দেবেন। তাই তাঁকে ৯০ মিনিট মাঠে রাখেন না পিএসজি কোচ। বরং ওসুমানে ডেম্বেলে, গনসালো র‌্যামোস, কোলো মুয়ানির মতো তরুণদের উপর ভরসা করেই সাফল্য এনেছেন এনরিকে। সম্প্রতি লিগ ওয়ানের খেতাবও ঘরে তুলেছে পিএসজি। স্বভাবতই কৃতিত্ব প্রাপ্য স্প্যানিশ কোচের। অতীতে এনরিকের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। বড় টুর্নামেন্ট জয়ের ফর্মুলা তাঁর অজানা নয়। এবার পিএসজিকে তিনি চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেন কিনা সেটাই দেখার!
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে পিএসজি দু’বার ও ডর্টমুন্ড একবার ম্যাচ জিতেছে। ড্র একটি। প্যারিসের দলটির আক্রমণভাগে বড় নাম এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে বেঞ্চে বসানোর বোকামি হয়তো করবেন না কোচ। পাশাপাশি কিলিয়ানকে যোগ্য সঙ্গত করতে তৈরি ওসুমানে ডেম্বেলে, র‌্যামোসরাও। মাঝমাঠের ইঞ্জিন ভিটিনহাও ছন্দে আছেন। তাছাড়া কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ২-৩ ব্যবধানে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল এনরিকে-ব্রিগেড। ক্যাম্প ন্যু’তে ফিরতি লেগে ৪-১ ব্যবধানে জাভির দলকে উড়িয়ে শেষ চারের টিকিট ছিনিয়ে নেয় পিএসজি। সেই আত্মবিশ্বাস এবার সেমি-ফাইনালেও কাজে লাগাতে তৈরি তারা। অন্যদিকে, ২০১২-১৩ মরশুমে জুরগেন ক্লপের কোচিংয়ে শেষবার ফাইনালে খেলে ডর্টমুন্ড। শেষ পর্যন্ত বায়ার্নের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। তারপর এই প্রথম শেষ চারে খেলছে তারা। আক্রমণভাগে জার্মান দলটির ভরসা জ্যাডন স্যাঞ্চো ও ফুলক্রুগ। অবশ্য বুন্দেশলিগায় পঞ্চম স্থানে রয়েছে ডর্টমুন্ড। তবে বুধবার ঘরের মাঠে পিএসজিকে ছেড়ে কথা বলবে না এডিন টার্জিকের দল।

 খেলা শুরু রাত ১২-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ