বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বৈচিত্র্যে এগিয়ে কামিংসরাই

দীপেন্দু বিশ্বাস: মঙ্গলবার সকালে আইএসএল ফাইনালের টিকিটের আব্দার জানিয়ে ফোন করলেন এক পরিচিত। শুনলাম, অনলাইনে টিকিট শেষ। খেতাবি যুদ্ধে মোহন বাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি। আরও একবার যুবভারতী উপচে পড়া সময়ের অপেক্ষা। আগুনে সমর্থকদের জন্যই ফাইনালে আমার বাজি মোহন বাগান। হাবাস ব্রিগেডে ম্যাচ উইনারের সংখ্যা বেশি। তাছাড়া মুম্বইকে জনগর্জনের চাপ সামলাতে হবে। এই প্রেসার কুকার থেকে বেরিয়ে আসাই ছাংতেদের বড় চ্যালেঞ্জ।
কয়েকদিন আগেই এই মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছেন কাউকোরা। মেহতাব সিং, বিপিন সিংরা বদলা নিতে মুখিয়ে। তবে পালতোলা নৌকাকে থামানো মুশকিল। কেন বলছি একথা? ফুটবল ম্যানুয়ালে বলে, দলের আসল শক্তি রিজার্ভ বেঞ্চে। মোহন বাগান ডাগ-আউট দেশের সেরা। শুধু অতিরিক্ত ফুটবলার দিয়ে অনায়াসে একটা টিম গড়া যায়। আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। যে কোনও মুহূর্তে লক্ষ্যভেদের ক্ষমতা রাখে দিমিত্রি, কাউকো, লিস্টনরা। ওড়িশার বিরুদ্ধে সুপার সাব সাহালও গোল পেয়েছে। কেরালাইট ফুটবলার ছন্দে থাকলে সোনায় সোহাগা। উল্টোদিকে পিটার ক্র্যাটকির দল অনেক বেশি ছাংতে নির্ভর। মূলত ডানদিক দিয়ে অপারেট করে ও। ব্লক করতে পারলে অর্ধেক যুদ্ধ জিতে ফেলবেন হাবাস। মাঝমাঠেও সবুজ-মেরুন ব্রিগেডের ভারসাম্য বেশি। হাবাস ফ্যাক্টর তো রয়েইছে। স্প্যানিশ কোচের ম্যাচ রিডিং অসাধারণ। দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন ড্রেসিং-রুমের ছবি। দশ বছরের আইএসএলে তিনিই সফলতম কোচ। খেতাব জয়ের ফর্মুলা জানেন তিনি। সব মিলিয়ে মারকাটারি গরমকেও টেক্কা দিচ্ছে ম্যাচের উত্তাপ। তবে প্রচণ্ড আর্দ্রতা দু’পক্ষের কাছেই চিন্তার। এই গরমে টানা ম্যাচ খেলা সতিই সমস্যার। শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে যাওয়ার ফলে সমস্যা বাড়ে। তাই দ্রুত রিকভারি জরুরি। দ্বিতীয়ার্ধে জনি, দীপক টাংরিদের বেশ ক্লান্ত দেখাচ্ছে। পোড়খাওয়া হাবাস নিশ্চয়ই সেদিকে নজর দেবেন।

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ