বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সমর্থকদের আব্দার মেটাতে পেরে তৃপ্ত হাবাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশায় প্রথম লেগে হারের পর কলিঙ্গ স্টেডিয়ামের বাইরে কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ঘিরে ধরেন বেশ কিছু মোহন বাগান অনুরাগী। তাঁদের একটাই আব্দার, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হবে। স্প্যানিশ কোচও সমর্থকদের অভয় দিয়ে জানিয়েছিলেন, যুবভারতীতেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে দল। রবিবার ঘরের মাঠে সেই কথা রাখতে পেরে তৃপ্ত সবুজ-মেরুন সারথি। স্ট্র্যাটেজির লড়াইয়ে স্বদেশের সের্গিও লোবেরাকে হারিয়ে মরশুমের তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্যে দলকে আরও একধাপ এগিয়ে দিলেন হাবাস। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেতাবি লড়াইয়ে মুম্বই সিটির মুখোমুখি হবেন দিমিত্রি-কামিংসরা। আরও একবার হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে প্রথম দল হিসেবে ‘ব্যাক টু ব্যাক’ আইএসএল ট্রফি জেতাই লক্ষ্য মোহন বাগানের।
রবিবারের আগে আইএসএলের মঞ্চে সাতবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন হাবাস ও লোবেরা। পাঁচবার হারের স্বাদ পেতে হয়েছিল মোহন বাগান কোচকে। জয় মাত্র একটি ম্যাচে। এর মধ্যে ২০২১ সালে মুম্বইয়ের প্রশিক্ষক হিসেবে লিগ-শিল্ড ও আইএসএল ট্রফি জয়ের লড়াইয়ে হাবাসকে টেক্কা দিয়েছিলেন লোবেরা। রবিবার যেন তারই মধুর প্রতিশোধ নিলেন বাগানের স্প্যানিশ কোচ। হাবাস অবশ্য লোবেরার সঙ্গে তাঁর দ্বৈরথের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বললেন, ‘সের্গিও আইএসএলের অন্যতম সফল কোচ।  আমার সঙ্গে সম্পর্ক খুবই ভালো। অতীতে একাধিকবার ওর কাছে হারতে হয়েছে। তবে এই জয়ের পুরো কৃতিত্ব ফুটবলারদের। ইচ্ছাশক্তির প্রতিফলন ঘটেছে মাঠে। আমাদের লক্ষ্য ছিল, ৯০ মিনিটে ম্যাচ শেষ করা। তার জন্য ছেলেরা একই গতিতে খেলা চালিয়ে গিয়েছে। এবার লক্ষ্য, ফাইনালে এই ছন্দ ধরে রেখে ট্রফি জয়।’
রবিবার যুবভারতীতে ম্যাচ হারতেই মেজাজ হারান ওড়িশার ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ড্রেসিং-রুমে ঢোকার আগে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাত মেলাতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় মোহন বাগানের অধিনায়ক শুভাশিস বসুকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচের পর ওদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে যাই। কিন্তু কেউ একজন আমার দিকে জলের বোতল ছোড়ে। মারার জন্য তেড়েও আসে। হারের পর হতাশ হওয়াটাই স্বাভাবিক। তবে এমন আচরণ কাম্য নয়।’ সঙ্গে যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে ত্রিমুকুট জয়ের সুযোগ রয়েছে। এটা অবশ্যই বড় প্রাপ্তি। ফাইনালেও এই ছন্দ ধরে রাখতে চাই।’
এদিকে, সেমি-ফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখায় রবিবার দলে ছিলেন না আর্মান্দো সাদিকু। সোমবার ফেডারেশন শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে চার ম্যাচ নির্বাসনের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ফলে আগামী শনিবার ফাইনালে নেই আলবেনিয়ার এই স্ট্রাইকার।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ