বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দিল্লিকে সহজেই হারাল নাইটরা,  ব্যাট হাতে ব্যর্থ পন্থ

সুকান্ত বেরা, কলকাতা: ‘ক্যাচ নয়, ম্যাচটাই তো ফেলে দিলে হে!’ ডাগ-আউটে বসে নিশ্চয়ই স্টিভ ওয়ার সেই মহান উক্তি আওড়াচ্ছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। মাত্র ১৫৩ রানের পুঁজি। তার উপর সহজ ক্যাচ পড়া। লিজার্ড উইলিয়ামসের হাত থেকে সল্টের জীবন ফিরে পাওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট। কেকেআর ওপেনারের তখন ১৫ রান। সুযোগ কাজে লাগিয়ে ২৬ বলে হাফ-সেঞ্চুরি করেন সল্ট, যা গড়ে দেয় ৭ উইকেটে জয়ের ভিত। ৩৩ বলে তিনি যখন ৬৮ রানে আউট হয়ে মাঠ ছাড়ছিলেন, তখন বি ব্লকের ভিআইপি বক্সে শাহরুখ খান উঠে দাঁ঩ড়িয়ে করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন। যেন বলতে চাইছিলেন, আসল কাজটা তুমিই করে দিয়েছ। টিম গেমেই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সেই সুবাদে প্লে-অফের দৌড়ে আরও এক ধাপ এগল নাইট বাহিনী। 
দু’দিন আগে এই ইডেনেই উঠেছিল মোট ৫২৩ রান। কিন্তু সোমবার দেখা গেল অন্য ছবি। ১৫৩ রান তুলতেই কালঘাম ছুটল দিল্লি ক্যাপিটালসের। একটা সময় মনে হয়েছিল দেড়শোও উঠবে না। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের ২৬ বলে লড়াকু ৩৫ কিছুটা মুখরক্ষা করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির (১৫৩-৯)। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ফিল সল্ট। দ্রুত কমতে থাকে আস্কিং রেট। জীবন ফিরে পেয়ে তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন। সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান ইংল্যান্ডের ব্যাটসম্যানটি। তবে নারিন (১৫) বড় রান পাননি। তিনে নেমে ব্যর্থ রিঙ্কুও (১১)। তবে অধিনায়ক শ্রেয়স আয়ার (অপরাজিত ৩৩) ও ভেঙ্কটেশ আয়ার (অপরাজিত ২৬) জিতিয়ে ফিরলেন। ২১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছল কেকেআর (১৫৭-৩)। 
টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার পৃথ্বী সাউ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক শুরুটা ভালোই করেছিলেন। প্রথম ওভারেই স্টার্ক দেন ১৫ রান। কপালে লাল তিলক টেনে সৌরভ গাঙ্গুলিকে বসে থাকতে দেখা গেল ডাগ-আউটে। কিন্তু খেলা যত এগল, বদলাতে থাকল আবহ। 
দ্বিতীয় ওভারে বৈভব অরোরার লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন পৃথ্বী (১৩)। তারপর শুধু আয়ারাম-গয়ারাম। ফ্রেজার ১২ রানে ফিরতেই কেকেআর বাড়তি অক্সিজেন পেয়ে যায়। নিজের দ্বিতীয় ওভারে সাই হোপকে (৬) ফিরিয়ে নাইটদের আসল কাজটি করেন বৈভবই। শিবরাত্রির সলতের মতো ধিক ধিক করে জ্বলতে থাকা অভিষেক পোড়েলও (১৮) শিক্ষার্থীর মতো উইকেট ছুড়ে দেন।
ঋষভকে ঝুঁকিপূর্ণ শট খেলতে দেখে মনে হচ্ছিল ডাগ-আউটে ফেরার তাড়া রয়েছে। ১৮ রানের মাথায় হর্ষিত রানা তাঁর ক্যাচ ফেলা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ দিল্লি অধিনায়ক। শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর বলে ২৭ রানে মাঠ ছাড়েন পন্থ। মূলত নাইটদের স্পিনের ইন্দ্রজালেই আটকে গেল দিল্লি। একদিক থেকে বরুণ চক্রবর্তী (৪-০-১৬-৩) ও অন্যদিকে সুনীল নারিনের (৪-০-২৪-১) সাঁড়াশি আক্রমণে নাভিঃশ্বাস ওঠে রিকি পন্টিংয়ের দলের। অক্ষর প্যাটেল (১৫), ট্রিস্টান স্টাবসের (৪) অবস্থাই বলে দিচ্ছিল দিল্লির ব্যাটসম্যানদের মাথা যেন এক ক্ষুরে কামানো। তবে এমন দিনেও অস্বস্তি বাড়ালেন মিচেল স্টার্ক। তিন ওভারে দিলেন ৪৩ রান। ২৪.৭৫ কোটির বোলারের ঝুলিতে মাত্র একটা উইকেট।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ